স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্রিকেটের যুদ্ধে ভয়াবহভাবে হেরে গেছি’

বিসিবির সাবেক পরিচালক সৈয়দ আশরাফুল হক। ছবি : সংগৃহীত
বিসিবির সাবেক পরিচালক সৈয়দ আশরাফুল হক। ছবি : সংগৃহীত

ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে সংকট ও অন্যান্য প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অবস্থান ও সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক। তার মতে, ‘আমরা হয়তো রাজনৈতিক লড়াই জিতেছি, কিন্তু ক্রিকেটের যুদ্ধে ভয়াবহভাবে হেরে গেছি।’

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিজ্ঞ এই ক্রীড়া প্রশাসক বলেন, নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ যে অনড় অবস্থান নিয়েছে, তা আরও কৌশলীভাবে সামাল দেওয়া যেত। তার ভাষায়, এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন করে ফেলার ঝুঁকি তৈরি করেছে।

এ প্রসঙ্গে সৈয়দ আশরাফুল হক বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বর্তমান বোর্ড এমন একটি সরকারের সিদ্ধান্তের প্রতি পুরোপুরি নতি স্বীকার করেছে, যে সরকার কয়েক সপ্তাহের পর আর থাকবে না। কিন্তু এই সিদ্ধান্তের ক্ষত বহুদিন থাকবে। আন্তর্জাতিক ক্রিকেট মহলে বাংলাদেশকে এখন সম্ভাব্য ঝামেলাপূর্ণ দেশ হিসেবে দেখা হবে। যদি খেলোয়াড়রা নিরাপত্তাহীন মনে করত, তারা নিজেরাই না যাওয়ার সিদ্ধান্ত নিত। কিন্তু এখানে সরকার ও বোর্ড মিলে খেলোয়াড়দের বিশ্বকাপ খেলার আজীবনের স্বপ্ন কেড়ে নিয়েছে।’

ভারতে না যাওয়া সরকারি সিদ্ধান্ত হওয়ায় সেটা আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক বার্তা দিয়েছে বলেও মন্তব্য করেন সৈয়দ আশরাফুল হক। এর ফলে আইসিসির সম্ভাব্য শাস্তি প্রসঙ্গেও মুখ খুলেছেন সৈয়দ আশরাফুল হক। তার ভাষায়, ‘আমরা আইসিসির সঙ্গে একটি চুক্তিতে সই করেছি। সেখানে নিশ্চয়ই নিরাপত্তার বিষয়টি আইসিসির আওতায় থাকবে—এমন ধারা আছে। তাই আইসিসি চাইলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এটি খুবই খারাপ পরিস্থিতি।’

বিশ্বকাপ সম্প্রচারের সময় বাংলাদেশের দর্শকসংখ্যা তৃতীয় বা চতুর্থ বৃহত্তম। সে কারণে সম্প্রচার স্বত্ব থেকে আয় কমলে বিসিবির কাছে ক্ষতিপূরণও চাইতে পারে আইসিসি। আলোচনার টেবিলে বিসিবির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এই সাবেক কর্মকর্তা। তিনি বলেন, ‘আমরা শুরুতেই বলে দিয়েছি—শ্রীলঙ্কায় খেলতে না পারলে আমরা খেলব না। এভাবে অনড় অবস্থান নেওয়া উচিত হয়নি। আগে আলোচনা করা দরকার ছিল। আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। আমরা উল্টো ভারতের কট্টর ডানপন্থি রাজনৈতিক শক্তির ফাঁদে পা দিয়েছি। এই সরকার তো অল্প সময়ের জন্য। এই সময়েই বোর্ডের উচিত ছিল দৃঢ়ভাবে কথা বলা।’

নিজেদের এমন কড়া অবস্থানের কারণে ভবিষ্যতে এই সংকট থেকে বেরিয়ে আসা কঠিন বলেও আশঙ্কা প্রকাশ করেন সৈয়দ আশরাফুল হক। তার মতে, ‘আমাদের এখন বড় ধরনের কূটনৈতিক ও জনসংযোগ কার্যক্রম চালাতে হবে। কারণ আইসিসির বৈঠকে আমরা মাত্র একটি ভোট পেয়েছি—এটাই আমাদের অবস্থান দেখায়। নতুন রাজনৈতিক সরকার এসে যদি বিষয়টি সামাল দিতে না পারে, তাহলে এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য মৃত্যুঘণ্টা হয়ে উঠবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১০

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১১

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১২

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৪

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৫

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৭

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৮

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৯

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

২০
X