আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ইঞ্জিনচালিত নৌকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া খালে ইঞ্জিনচালিত নৌকা থেকে ইট নামাচ্ছেন শ্রমিকরা। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া খালে ইঞ্জিনচালিত নৌকা থেকে ইট নামাচ্ছেন শ্রমিকরা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাব্যতা হারানো খালে এখন আর তেমন দেখা মেলে না ইঞ্জিনচালিত নৌকার ব্যবহার। একসময় গ্রাম অঞ্চলে মানুষ ইট, বালু, পাট, ধান, গম কেনাবেচা করতে পরিবহনের জন্য বর্ষা মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি নিত। বর্ষায় যখন খালে বিলে পনি থই থই করত তখনই মানুষ ইটের ভাটা থেকে ইট ও বিভিন্ন বালু মহাল থেকে বালু ইঞ্জিনের নৌকায় করে আনতেন। এ ছাড়া হাটবাজারে থেকে ক্রয় বিক্রয়কৃত কৃষিপণ্য হাটবাজারে আনা নেওয়ার ক্ষেত্রেও পাইকারদের ইঞ্জিনের নৌকাই ছিল একমাত্র ভরসা।

এখন আর আগের মতো খালে বিলে পানি না হওয়ায় ও স্থল পথে যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় কালের বিবর্তনে এসব ইঞ্জিনচালিত নৌকার ব্যবহার প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন গ্রাম অঞ্চলে খালে বিলে ইঞ্জিনের নৌকায় করে মালামাল পরিবহন করতে খুব একটা দেখা যায় না। সম্প্রতি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর পূর্বপাড়া এলাকায় চোখে পড়ে ইটবোঝাই একটি ইঞ্জিনের নৌকা থেকে কয়েকজন শ্রমিকের ইট নামানো দৃশ্য।

কথা হয় তাদের সঙ্গে। তারা বলেন, আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি ইটের ভাটা থেকে এই এলাকায় ইট নিয়ে এসেছি। তিন হাজার ইট নৌকা থেকে নামানো হয়েছে। আরও তিন হাজার ইট নৌকাতে আছে। সব ইট নামানো হলে আমরা আবার ওই ইটের ভাটায় ফিরে যাব।

ইটের ক্রেতা ওসমান গণি বলেন, আমরা ছোটবেলায় আমাদের এলাকার বিভিন্ন লোকজনকে দেখেছি বর্ষা মৌসুমে ইঞ্জিনের নৌকায় করে ইট বালু আনত। আমার বাবাও আমাদের ঘর নির্মাণের সময় এসব নৌকা দিয়ে ইট, বালু, রড, সিমেন্ট ও কাঠ সংগ্রহ করেছিলেন। আমি আমার বাড়ি নির্মাণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি ইটের ভাটা থেকে ইট ক্রয় করেছি। এসব ইট সেখান থেকে এই ইঞ্জিনের নৌকায় করে আমার বাড়ি পর্যন্ত আনা হয়েছে। এ নৌকাতে একবার ছয় হাজার ইটবোঝাই করে আনা হয়েছে, যা পিকআপ ভ্যানে করে আনা সম্ভব হতো না। এতে আমার একদিকে পরিবহন খরচ অনেক কম লেগেছে এবং সময়ও বেঁচে গেছে। আমার প্রতি হাজার ইট ১৫ হাজার টাকা করে কেনা ও বাড়িতে পৌঁছানো পর্যন্ত ১৬ হাজার টাকা খরচ পড়েছে। আমার ৩০ হাজার ইট এই ইঞ্জিনের নৌকায় করেই ইটের ভাটার মালিক বাড়িতে পৌঁছে দিয়েছেন।

ওই এলাকার ৭০ বছরের বৃদ্ধা ফুল মিয়া বলেন, এখন আর আগের মতো খালে বিলে পানি হয় না। খালগুলোও সংস্কারের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে। ছোট বড় কোকো নৌকাই এখন তেমন একটা চলাচল করে না। তা ছাড়া প্রত্যেক বাড়িতে ব্রিজ কালভার্ট হয়েছে। এসব ব্রিজ কালভার্টের জন্য নৌকা চলাচল করতে পারে না। বর্তমান সময়ে মানুষ তাদের প্রয়োজনীয় মালামাল পিকআপ ভ্যান, আর না হয় ট্রাক্টরে করে আনা নেওয়া করে। এসব কিছুর কারণে এখন সব ধরনের নৌকার ব্যবহার প্রায় বিলুপ্ত হয়ে গেছে।

দুলালপুর বাজারের ব্যবসায়ী মফিজুল ইসলাম বলেন, আমরা যখন নৌকায় করে মালামাল আনা নেওয়া করতাম তখন আমাদের পরিবহন খরচ কম লাগত লাভ বেশি হতো। এখন পিকআপ ভ্যানে করে দোকানের মালামাল পরিবহনের কারণে খরচ বেশি হয়। এতে অনেক সময় লোকসান গুনতে হয়।

ধান, গম ও পাট ব্যবসায়ী শাহ আলম বলেন, আমরা এলাকার কৃষকদের কাছ থেকে পাট, ধান, গম কিনে তা সংরক্ষণ করে রাখতাম। বর্ষাকালে তা ইঞ্জিনের নৌকায় করে বড় বড় পাইকারদের কাছে নিয়ে বিক্রি করতাম। এখন কালের বিবর্তনে নৌকার প্রচলন নেই বললেই চলে। তাই ট্রাক্টর ও পিকআপ ভ্যানে করে এগুলো পরিবহন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কত বছর লাগবে, জানালেন প্রেস সচিব

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন এখনই

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

টেলিকম প্রতিষ্ঠানকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারির গোমর ফাঁস

১০

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে’

১১

সাদাপাথর লুটপাটে জড়িতের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : সিলেটের ডিসি 

১২

প্রধান উপদেষ্টাকে উপহার দিলেন মেঘ

১৩

মোটরযানমুক্ত আধুনিক শহর, দেখেই চোখ জুড়ায় (ভিডিও)

১৪

জিলানীর শরীরে রয়ে যাওয়া ‘পিলেট’ অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিক

১৫

গণপরিষদ নির্বাচনের বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে : আখতার 

১৬

৫ কাজ করতে পারবেন না ডাকসুর প্রার্থীরা

১৭

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

১৮

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

১৯

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

২০
X