কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লেগে মেহেদী হাসান (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভার বীরচন্দ্রনগর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ও ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
দুর্ঘটনার ১০ দিন পর শুক্রবার (১০ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের মামা জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেন জানান, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে প্রতিদিনের মতো আমার ভাগনে মেহেদী হাসান তার ভাইসহ বাড়ি থেকে বের হয়ে অটোরিকশাযোগে আমানগন্ডা উচ্চ বিদ্যালয়ের উদ্দেশে রওনা করে। পথিমধ্যে তাদেরকে বহনকারী অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা একটি কার্ভাডভ্যান পেছন থেকে সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি মহাসড়কের পাশে ছিটকে পড়ে যায়। এ সময় গুরুতর আহত মেহেদী হাসানকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
সংবাদ পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর আনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে গত ৫ অক্টোবর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
পরে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় তার নিজগ্রাম পৌর এলাকার বীরচন্দ্রনগরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
মন্তব্য করুন