স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি-জামায়াত পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য আবারও অবরোধের নামে বাসে আগুন দিচ্ছে, পুলিশ হত্যা করছে, মানুষ পোড়াচ্ছে। মানুষ পুড়িয়ে হত্যা করে কোনো দিন ক্ষমতায় আসা যাবে না। শনিবার (১১ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে, জেলা আওয়ামী লীগের আয়োজনে, স্বাস্থ্যমন্ত্রীকে গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এ দেশে ক্ষমতায় আসতে হলে ভোটের মাধ্যমে আসতে হবে। কিন্তু বিএনপি তো ভোটে বিশ্বাস করেন না। এ দেশের মানুষ আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল। সে সময় আপনারা দুর্নীতিতে পাঁচবার প্রথম হয়েছিলেন। সেই ভয়ে আপনারা ভোটে আসতে চাইছেন না।’
মন্ত্রী বলেন, ‘অসৎ উপায়ে বিএনপি ক্ষমতায় আসতে চায় পেছন দরজা দিয়ে; লুটপাটের জন্য। তাদের সময় বিদ্যুৎ ও সার লুটপাট করেছিল। সে কারণে দেশে খাদ্যের অভাব হয়েছিল। শুধু তাই নয়, প্রতিটি দপ্তরেই তারা লুটপাট চালিয়েছে।’
মন্তব্য করুন