বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে আবারও বাঘের পায়ের ছাপ দেখা গেছে। রোববার ( ১২ নভেম্বর) বিকেলে ও সোমবার (১৩ নভেম্বর) সকালে গ্রামের বিভিন্ন স্থানে পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসী। ফলে গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে বাঘ আতঙ্ক। মাইকিং করে সতর্ক থাকার আহবান জানানো হচ্ছে গ্রামবাসীকে।
এ ছাড়া ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের সদস্যরা গ্রাম পাহারায় নিয়োজিত রয়েছেন। তবে বাঘটি শনিবার (১০নভেম্বর) রাতে গ্রামে এসে আবার বনে ফিরে গেছে বলে ধারণা করছেন বনসুরক্ষা কমিটির সদস্যরা। এর আগেও চলতি বছরের ১১ জানুয়ারি রাতে এই একই গ্রামে বাঘ আসে। সোনাতলা মডেল বাজারের ওষুধ ব্যবসায়ী ও ভিটিআিরটি সদস্য মো. মাহাবুব হাসান জানান, রোববার বিকেলে তিনি ভোলা নদীর পারের বাসিন্দা মজিবর হাওলাদারের বসতঘরের পেছনে লেকের পারে প্রথম বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে রাতে মসজিদের মাইকে বিষয়টি প্রচার করে সবাইকে সতর্ক থাকতে বলেন।
এ ছাড়া বেড়িবাঁধের বাইরে বনসংলগ্ন ভোলা নদীর চরে বসবাসকারী ওহিদুল মোল্লা, ইউনুচ মোল্লা, শেফালী বেগম, ময়না বেগমসহ অনেকেই লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান।
পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সোনাতলা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখার পর ভোলা ফরেস্ট ক্যাম্পের বনরক্ষীদের খোঁজখবর নিতে বলা হয়েছে। এ ছাড়া বন সুরক্ষায় নিয়োজিত সহব্যবস্থাপনা কমিটির সদস্যদের গ্রামে পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন