ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় বেড়া দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। ছবি : কালবেলা
চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। ছবি : কালবেলা

দীর্ঘ এক যুগেরও বেশি পুরোনো গ্রামীণ রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে ৩০টি পরিবারের প্রায় দেড় শতাধিক মানুষ পড়েছেন বিপাকে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের এ রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এসব পরিবারের লোকজন।

স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান, মনির হোসেন ও বাছিরসহ ভুক্তভোগী বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রায় ১৫ বছর ধরে চলাচল করে আসছিল স্থানীয় বাসিন্দারা। রাস্তায় বেড়া দেওয়ায় এই রাস্তাটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার মালিকানা দাবি করা মৃত সুলতান আহাম্মদের ছেলে ও উপজেলার দুলালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম খুঁটি গেড়ে বাঁশ ও কঞ্চি দিয়ে বেড়া তৈরি করে চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এতে ওই এলাকার প্রায় দেড় শতাধিক মানুষ পোহাচ্ছেন দুর্ভোগ।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, রাস্তায় বেড়া দেওয়া স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম তাদের কোনো কথাই শুনছেন না। বর্তমানে তাদের অন্য আরেকটি রাস্তা দিয়ে ঘুরে বের হতে হচ্ছে, যা খুবই কষ্টকর। বর্তমানে এ কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। তারা দ্রুত চলাচলের জন্য রাস্তাটি অবমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে কালবেলাকে বলেন, এটা রাস্তা না, এটা আমাদের নিজস্ব জায়গা। এই অভিযোগ কে করছে আপনার কাছে তার নামটা বলেন। আমি তাকে দেখে নেব। আর আপনি পারলে আমাকে ইউএনও পর্যন্ত নিয়ে যান। কে এই অভিযোগ করেছে তার নামটা আমাকে বলতে হবে। আপনি কেন এখানে এসেছেন, আমার জায়গায় আমি বেড়া দিয়েছি, এতে কার কী, আমি রাস্তা দেব না।

এ ব্যাপারে দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ভূঁইয়া রিপন কালবেলাকে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন জনপ্রতিনিধি হয়ে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। আমি বিষয়টির সঠিক তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কাউছার হামিদ কালবেলাকে বলেন, বিষয়টি আমি জানি না। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংকট তৈরি হলে আরও একটা গণঅভ্যুত্থান হবে : মঞ্জু

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

তাহিরপুরে বালু মহালের জায়গা নির্ধারণ করে দিল প্রশাসন

সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি শিক্ষকদের

পে-কমিশনের সভায় দাবি উত্থাপিত না হওয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের ক্ষোভ

জাল টাকায় ফোন কিনে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

কোরআন অবমাননা ইস্যুতে হেফাজতের লংমার্চের হুঁশিয়ারি

১০

দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো টেকনোর পোভা ফাইভজি সিরিজ

১১

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোর প্রতিনিধিত্ব করছেন ড. সবুর খান

১২

কোরআন অবমাননা, যা বলছেন আজহারি

১৩

তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে পদযাত্রা

১৪

ধানমন্ডিতে দরজা ভেঙে মিলল বিএনপি নেতার মরদেহ

১৫

যোগ্য প্রার্থী নিয়োগের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের

১৬

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

১৭

উন্নয়নমূলক কাজে প্রতিযোগিতার আহ্বান সারজিসের

১৮

সিলেটে ১ মাসে সড়কে প্রাণ গেছে ৩৫ জনের

১৯

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটে সবচেয়ে গ্রহণযোগ্য: জামায়াত

২০
X