ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ওই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫-২০ জন। সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের ভাটেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুর রব (৬৫)। তিনি গজারিয়া উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।
ফায়ার সার্ভিস জানায়, সকালে কুমিল্লা থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহন নামের বাসটি ঢাকায় যাচ্ছিল। পথে ভাটেরচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে হাঁটতে থাকা বৃদ্ধ পথচারী আব্দুর রবকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। বাসে থাকা এক যাত্রীর পা বিচ্ছিন্নসহ আশঙ্কাজনক অবস্থায় কয়েক জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিহত আব্দুর রব মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বাসটি তাকে চাপা দেয়। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। বাস উদ্ধারে চেষ্টা চলছে।
মন্তব্য করুন