

মুন্সীগঞ্জে বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান ফকির এবং গজারিয়া উপজেলার জেলা আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান ওরফে বালু মজিবুর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এই দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এই দুই নেতা দলের পদ বহন করে দল এবং দলের প্রতীকের বিরুদ্ধে কাজ করেছেন। বিশেষ করে জেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে কাজ করেন।
দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কঠোর সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।
মন্তব্য করুন