

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিরাজদীখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া উদয়ন ক্লাবের সামনে ইউনিয়নের ১, ২, ৩, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. আব্দুল্লাহ বলেন, এই জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি উন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করা। নির্বাচিত হলে সিরাজদীখান ও শ্রীনগরের গ্রামভিত্তিক সড়ক উন্নয়ন, খাল-নদী খনন, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ইউনিয়ন পর্যায়ে চিকিৎসাসেবার মান বাড়ানো এবং শিক্ষা খাতে বৈষম্য দূর করা হবে।
ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট প্রদান শেষে কেন্দ্রের ফলাফল জানা পর্যন্ত সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ অবস্থানে থাকতে হবে। ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশনাও দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং সিনিয়র সহসভাপতি মাহমুদুর রহমান কুট্টি। তারা বলেন, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকারের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. আশিক শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হাওলাদার, সাবেক সভাপতি এম এ বাতেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জুয়েল ভুঁইয়া, হরগঙ্গা কলেজের সাবেক অধ্যাপক আবুল কাশেমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিন শেখ মো. আব্দুল্লাহ গোবরদী, ফেগুনাসার শিব মন্দিরসহ সিরাজদীখানের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
মন্তব্য করুন