মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রচারণার পেরেকে ‘রক্তাক্ত’ শতবর্ষী গাছের শরীর

শতবর্ষী আমগাছে চৌদ্দটি ফেস্টুন সাঁটানো হয়েছে। ছবি : কালবেলা
শতবর্ষী আমগাছে চৌদ্দটি ফেস্টুন সাঁটানো হয়েছে। ছবি : কালবেলা

কে শুনবে গাছের বোবা কান্না? গাছেরও জীবন আছে সেটা ভুলে গেছে অনেকে। গাছে গাছে পেরেক ঢুকিয়ে হরহামেশাই চলছে বিভিন্ন পণ্য, প্রতিষ্ঠান ও ব্যক্তির বিজ্ঞাপন বা প্রচার-প্রচারণা। সড়কের পাশে বেড়ে ওঠা গাছগুলো মানুষের অকৃত্রিম বন্ধু হলেও এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রচারের অবলম্বন হয়েছে। বিজ্ঞাপন আর রাজনৈতিক ফেস্টুন ছেয়ে গেছে বোবা গাছগুলোতে। একটি শতবর্ষী আমগাছে চৌদ্দটি ফেস্টুন। সবার ওপরে মনোনয়নপ্রত্যাশীর, এর নিচে লাগানো আরও কয়েকজন মনোনয়নপ্রত্যাশীর। আরও আছে সুন্নতে খতনা ও ডাক্তারের সিরিয়ালের প্রচারণার ফেস্টুন। সবকটি ফেস্টুনই সাঁটানো হয়েছে গাছে লোহার পেরেক মেরে।

আম গাছটি দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের মূলফটকের সামনে রিহাম হোটেলের সম্মুখে। গাছে এমন পেরেক মেরে ফেস্টুন টাঙানোর চিত্র এ উপজেলায় হরহামেশাই চোখে পড়ে। প্রচারণার পেরেক ঠুকে ক্ষত-বিক্ষত করা হয় গাছের দেহ। বৃক্ষপ্রেমীরা বলছেন, যে গাছ শীতল ছায়া দেয়, সে গাছে লোহার পেরেক মারা নিষ্ঠুরতার শামিল।

পুরাতন বাসস্ট্যান্ড (বর্তমানে টেম্পু স্ট্যান্ড) আরেকটি আমগাছে জমি বিক্রয়, গ্রাম বিকাশ এ দিকে, মনোনয়নপ্রত্যাশীসহ আরও ১১টি ফেস্টুন লাগানো। আর একটু এগিয়ে গেলেই দেখা যায় আরেকটি গাছে ডাক্তার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রচারণা। গাছগুলো যেন একেকটা জীবন্ত বিজ্ঞাপন বোর্ড।

দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ফেস্টুন দেখছেন অনেকেই। তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে অনুভব করছেন বোবা গাছগুলোর ভিতরের চাপা কান্না। এমনি এক দাঁড়িয়ে থাকা পথিকের সঙ্গে শুরু হয় আলাপচারিতা। তিনি পেশায় শিক্ষক।

আবু হাতেম নামে এ শিক্ষক বলেন, যে গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সেই গাছেরই ক্ষতি করা হচ্ছে। তা-ও আবার শিক্ষিত সমাজ এটা করছেন। উপজেলার প্রায় গাছেই বিভিন্ন প্রতিষ্ঠানের পেরেক মারা ফেস্টুন দেখা যায়।

সোহেল আরমান নামে এক শিক্ষার্থী বলেন, আমরা এমন এক শিক্ষিত জাতি, যে জাতি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচারণা করছি গাছে পেরেক মেরে। বোবা এই গাছগুলোর কষ্ট তারা যদি বুঝত, তাহলে এ ধরনের অমানবিক কাজ করতে পারত না কখনোই।

বিভিন্ন প্রতিষ্ঠানের জীববিজ্ঞানের প্রভাষকরা জানান, ‘গাছেরও মানুষের মতো প্রাণ আছে। মানুষকে আঘাত করলে যেমন ক্ষতের সৃষ্টি হয়, আঘাত পায়, গাছও তেমন আঘাত পায়, শরীরে ক্ষতের সৃষ্টি হয়। গাছে পেরেক (লোহার কাঁটা) মেরে পোস্টার-ফেস্টুন সাঁটানো হলে গাছে ছিদ্র হয়। ওই ছিদ্র দিয়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক ও অণুজীব গাছে প্রবেশ করে। গাছের পরিবহন সিস্টেম দুটি একটি হলো জাইলেম আরেকটি হলো ফ্লোয়েম। পানির সঙ্গে দ্রবীভূত হলে খনিজ লবণও জাইলেম টিস্যুর মাধ্যমে গাছের ওপরের দিকে পানি প্রবাহিত হয়। যদি গাছে পেরেক মারা হয়, তাহলে ফ্লোয়েম ক্ষতিগ্রস্ত হয়। এতে গাছ পুষ্টি সংকটে ভোগে।’

পরিবেশবীদরা মনে করেন, ‘যেকোনো জায়গায় মোট জনসংখ্যার ২৫ ভাগ গাছ বা বনভূমি থাকার দরকার। কিন্তু খানসামা উপজেলায় তা নেই। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় পুরনো গাছগুলোকে বাঁচিয়ে রাখা এবং নতুন করে গাছ রোপণ করা উচিত।’

২০০২ সালের ৭ জুলাই জাতীয় সংসদে আইন পাস হলেও যথাযথ প্রয়োগ না হওয়ার ফলে ক্রমশই বাড়ছে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন বোর্ড লাগানোর উৎসব। অবলীলায় গাছগুলো ছেয়ে গেছে বিজ্ঞাপন দিয়ে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, গাছে পেরেক মেরে প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। খুব শিগগিরই অভিযান চালানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না : মাসুদ

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

ভাইয়া ডাকলে ভালো লাগবে, শিক্ষার্থীকে তারেক রহমান

আপনি অলস না পরিশ্রমী, জানিয়ে দেবে ছবিতে কী দেখছেন আগে

সত্যিই কি বিয়ে করলেন ধানুশ-ম্রুণাল?

ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

পলোগ্রাউন্ডে জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল চট্টগ্রাম

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

বাকপ্রতিবন্ধী ঝন্টু হোসেনের খোঁজ মিলছে না, উৎকণ্ঠায় পরিবার

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

১০

আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর

১১

স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে গুলিবর্ষণ-ভাঙচুর

১২

বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি

১৩

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

১৪

৫ শতাংশ কোটা রেখে নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত : তারেক রহমান

১৫

বড় পর্দায় ফিরছেন নিশো-মেহজাবীন

১৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমার সন্ধান

১৭

কবে মুক্তি পাবে শাহরুখের ‘কিং’?

১৮

বায়ুদূষণে বিশ্ব চ্যাম্পিয়ন ঢাকা

১৯

শান্তিচুক্তি থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা 

২০
X