গাজীপুর সিটি করপোরেশনের ভোগরা উত্তরপাড়া এলাকায় ডোবা থেকে এরশাদ আলী (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের হাত কাটা ছিল। সোমবার (২০ নভেম্বর) গভীর রাতে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে বাসন থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরশাদ আলী চট্টগ্রাম জেলার পাহারতলী থানার সরাইপাড়া গ্রামের বাসিন্দা।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, গত রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন নিহত এরশাদের মা। পরে সোমবার দিবাগত রাত ৪টার দিকে ভোগরা উত্তরপাড়া এলাকায় পরিত্যক্ত ডোবা থেকে এরশাদ আলীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের হাত কাটা এবং শরীরে রক্তাক্ত জখম ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাই অথবা মাদকের টাকা ভাগাভাগি নিয়ে ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তদন্তে সব কিছু বেরিয়ে আসবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও মাদকের মামলা রয়েছে।
মন্তব্য করুন