

বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর আলী জুনায়েদ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (২৫ ফেব্রুয়ারি) কিশোর জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের (সাবেক আগরপুর) সন্ধ্যা নদীর লাশঘাটা এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় জুনায়েদ। সে ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা ওয়াহিদ সাফিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে জুনায়েদ কয়েকজন সহপাঠীর সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ প্রবল স্রোতের টানে সে নদীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্যরা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়।
পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে ডুবুরি দল দিয়ে দীর্ঘ সময় তল্লাশি চালানো হয়।
গৌরনদী ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, কিশোর আলী জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি আগরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন