রাজশাহীর দুর্গাপুর কলেজের জমির গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শফিকুল আলমের বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ নভেম্বর) নওপাড়া মহাবিদ্যালয়ের জমির গাছ কেটে বিক্রি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের নির্দেশে তাদের লোকজন প্রভাব খাটিয়ে কলেজের জমির আম গাছ কাটা শুরু করেন।
নওপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন কালবেলাকে বলেন, কলেজের মাঠের পাশের জমিতে গাছগুলো লাগানো হয়েছিল। ইউপি চেয়ারম্যানসহ তাদের শরিকরা নিজেদের সম্পত্তি দাবি করে গাছগুলো কেটেছেন। এ নিয়ে পুলিশে ও ইউএনও মহোদয়কে খবর দেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম কালবেলাকে বলেন, আমরা কেনো কলেজের গাছ কাটব, আমাদের সম্পত্তির ওপর গাছগুলো আমরা লাগিয়ে ছিলাম। এসব আম গাছগুলো জংলা, যার কারণে আমরা গাছগুলো বিক্রি করে দেই।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম কালবেলাকে বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি, অভিযোগ পেলে খুব দ্রুতই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন