পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত বাঁধা অবস্থায় আজিম উদ্দীন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আজিজ নগর এলাকায় গোবরা নদী থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের বাড়ি তেঁতুলিয়া সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার শাহজাহান আলীর ছেলে। আজিম পেশায় একজন চা শ্রমিক।
নিহত আজিম উদ্দীন অনলাইন জুয়ায় আসক্ত থাকায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তাকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত যুবক আজিম উদ্দীন গত পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হয়ে ফেরেননি। তবে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) না করলেও নিখোঁজ আজিমের সন্ধান চালিয়েছেন বিভিন্ন এলাকা ও পরিচিতজনদের কাছে। পরে শুক্রবার দুপুরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজ নগর এলাকায় গোবরা নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
এদিকে গোবরা নদীতে এক যুবকের মরদেহ ভাসছে বিষয়টি শোনার পরে নিখোঁজ আজিমের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। মরদেহ উদ্ধারের পরে তারা আজিমের পরিচয় নিশ্চিত করেন।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, নিহত যুবকের মরদেহ ৪-৫ দিন ধরে পানিতে থাকার কারণে ফুলে গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারা অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
মন্তব্য করুন