চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এ সময় আশপাশের আরও দুটি বাস আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মাহবুবুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় রেললাইনের ধারে পার্কিংয়ে রাখা তুহিন পরিবহনের একটি বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় বাসটিতে আগুন ধরে যায় । নতুন ডেকোরেশন করা বাসটিতে দ্রুত এ আগুন ছড়িয়ে পড়ে । মুহূর্তেই আগুনে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আশপাশে দাঁড়িয়ে থাকা আরও দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাস দুটির সামনের দিক আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
মন্তব্য করুন