তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ চতুর্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আনন্দ মিছিল হয়েছে। একইসঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগ ও মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সোমবার (২৭ নভেম্বর) সকালে অনুষ্ঠিত আনন্দ মিছিলটি মরিয়মনগর চৌমুহনী থেকে শুরু কাপ্তাই সড়কের কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ শেষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাজ্জাতুল ইসলাম খোকন। ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. কামালের সঞ্চালনায় বক্তব্য দেন উত্তর জেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, আবুল কালাম আজাদ, সামশুদ্দোহা সিকদার আরজু, সিরাজুল করিম সিকদার, শওকত হোসেন সেতু, ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, মো. নুর উল্লাহ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আইয়ুব রানা, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, যুবলীগ নেতা পারভেজ হোসেন, নাছির উদ্দিন আহমেদ, সুমায়ুন কবির সুমন, সাইফুল ইসলাম, ইমাম উদ্দিন বাদশা, ছাত্রলীগ নেতা মো. ফারুক প্রমুখ।
নেতারা বলেন, বিএনপি জামায়াতের সব অগ্নিসন্ত্রাস মোকাবিলায় প্রস্তুত রয়েছে রাঙ্গুনিয়ার আওয়ামী। ড. হাছান মাহমুদকে চতুর্থবারের মতো মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাকে পুনরায় নির্বাচিত করতে এবং নৌকার বিজয় নিশ্চিতে সব নেতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
মন্তব্য করুন