দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীতপ্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. নাজমুল হক সুমনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে একই দিন দুপুর ১টার দিকে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত ও সম্মিলিত মহাজোট সমর্থিত প্রার্থী মো. সিরাজুল ইসলাম পাটোয়ারী।
মন্তব্য করুন