কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রী বল্লভপুর এলাকায় নিজ বাড়ি থেকে পিস্তল, সুইস গিয়ার ও লোহার চাপাতিসহ ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সবুজকে (২৪) গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার এসআই খালেদ মোশাররফ।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে সবুজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ উপজেলার শ্রী বল্লভপুরের আবুল হোসেন মিয়ার ছেলে। সে ১৫টির অধিক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, অস্ত্রটি সে কোথায় পেয়েছে তা রিমান্ডের মাধ্যমে জানতে পারব। সে স্বীকার করেছে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার নামে সদর দক্ষিণ থানাসহ বিভিন্ন থানায় ১৫টির অধিক মামলা আছে। আমরা আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে তার থেকে বিস্তারিত জানতে পারব।
মন্তব্য করুন