রংপুরের কাউনিয়ার সঙ্গে প্রায় ১১ ঘণ্টা পর সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে কাউনিয়া স্টেশনের পূর্বে কেবিনের কাছে রেললাইন চ্যুত হয়। ফলে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলাসহ সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মো. মোবারক হোসাইন জানান, লালমনিরহাট থেকে সান্তহারগামী কমিউটার (ডাউন-২০) ট্রেনটি মঙ্গলবার সকাল ৭টার দিকে কাউনিয়া জংশন স্টেশনে প্রবেশের সময় পূর্ব ক্যাবিন আউট সিগন্যালের কাছে রেললাইন উল্টে ট্রেনের দুটি বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। ফলে সকাল থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম, কুড়িগ্রাম ও রংপুর জেলার সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে লালমনিরহাট রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন বগি উদ্ধার কাজ শুরু করে সন্ধ্যা ৬টার সময় কাজ শেষ করেন।
এসময় বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় লালমনিরহাট বাণিজ্যিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা লালমনিরহাট মো. আব্দুল্লাহ্ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ পরিদর্শন করেন। কাউনিয়ার সাথে প্রায় ১১ ঘণ্টা পর সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এসময় বহু রেলযাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন