

বিপিএলের ঢাকা পর্বে এসে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। শনিবার ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করে তারা। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তরুণ পেসার নাহিদ রানা—মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
যদিও ম্যাচসেরা হন ৭৮ রানের ইনিংস খেলা ডেভিড মালান, তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হন নাহিদ। সেখানে নিজের পারফরম্যান্স, মানসিকতা এবং জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
নাহিদ জানান, আগে থেকে উইকেটের হিসাব না করে সঠিক লাইন-লেন্থ ধরে রাখাই তার মূল লক্ষ্য। তার কাছে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়ই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘আগে থেকে বলা যায় না উইকেট আসবে কি না। আমার চেষ্টা ছিল ভালো লাইন-লেন্থে বোলিং করা। দলের দরকার হলে উইকেট নিতে চাই, আবার পরিস্থিতি চাইলে রান আটকাতেও প্রস্তুত।’
নিজের দর্শন বোঝাতে তিনি আরও বলেন, ‘প্রথম তিন ওভারে যদি ৩০ বা ৪০ রানও দিয়ে ফেলি, কিন্তু শেষ ওভারে দুই রান দিয়ে ম্যাচ জেতাতে পারি—সেটাই আমার কাছে বড়। আমি ব্যক্তিগত রেকর্ড দেখি না, দেখি দল জিতল কি না।’
বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার প্রসঙ্গে নাহিদ স্পষ্ট করেন, এটা নিয়ে কোনো আক্ষেপ নেই তার। বরং ধারাবাহিক পারফরম্যান্সই তার একমাত্র লক্ষ্য। ‘দলে থাকা না থাকা আমার হাতে নেই। আমার কাজ শুধু ভালো খেলা। আমি জানি, সুযোগ যে কোনো সময় আসবে—আর যখন আসবে, তখন নিজেকে প্রমাণ করব,’ বলেন তিনি।
মন্তব্য করুন