মৌলভীবাজারে জেঁকে বসতে শুরু করেছে শীত। বুধবার (১৩ ডিসেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ। জেলায় বেশ শীত অনুভূত হচ্ছে। যেন কুয়াশার ঘোমটা পড়ে আছে সবুজ প্রকৃতি। জেলার চা বাগানগুলোও যেন কাঁপছে কনকনে শীতে। তবে শীত উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে চা-শ্রমিকদের।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মো. আনিসুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার পারদ আস্তে আস্তে নিচে নেমে আসতে থাকবে।
এদিকে শীতবস্ত্রের অভাবে কষ্টে আছেন শ্রমিকরা। এমন আবহাওয়াতেও চা শ্রমিকদের নিয়মিত হাজিরা দিতে হচ্ছে। অন্যদিকে সড়ক পথে চলাচল করা যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে।
মন্তব্য করুন