ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ ১৮০টি ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার এলাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল ইসলামের নেতৃত্বে মাদক উদ্ধারে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ৮ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের বাসিন্দা মো. রহমত আলী ভূঁইয়ার (৩৫) বসতঘরের একটি কক্ষের তোশকের নিচ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, ইকরতলী গ্রামের মো. রহমত আলী ভূঁইয়া মাদক কারবারি। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ শ্লোগানে বিজয়নগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য করুন