মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মেহেরপুর-১ আসনে একজন এবং মেহেরপুর-২ আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে আগামী নির্বাচনে মেহেরপুর-১ আসনে ৬ জন এবং মেহেরপুর-২ আসনে ৬ জন প্রার্থী প্রতীদ্বন্দ্বিতা করবেন।
মেহেরপুর-১ আসনে শুধু জাকের পার্টির প্রার্থী সাইদুল আলম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে এই আসনে যে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান, জয়নাল আবেদীন, জাতীয় পার্টির আব্দুল হামিদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী বাবুল জাম ও এনপিপির তরিকুল ইসলাম লিটন।
মেহেরপুর-২ আসনে বর্তমান সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, ওয়াকার্স পার্টির নুর আহমেদ বকুল, জাকের পার্টির সামসুদ্দোহা ও স্বতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমান মুকুল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের পর টিকে থাকলেন ৬ প্রার্থী।
তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, তৃণমূল বিএনপির আব্দুল গনি, এনপিপির গোলাম রসুল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাহ জামাল ও জাতীয় পার্টির কিতাব আলী।
রোববার ১৭ ডিসেম্বর মেহেরপুরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।
মন্তব্য করুন