ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর নৌকার সমর্থকদের হামলা

ঝিনাইদহ জেলার ম্যাপ। ছবি : কালবেলা
ঝিনাইদহ জেলার ম্যাপ। ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের পোস্টার লাগানোর সময় হামলা চালিয়েছে নৌকা প্রার্থীর সমর্থকরা। হামলায় আল-আমিন, সুজন ও কুদ্দুস শেখ নামের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ-১ আসনে শৈলকুপার ত্রিবেণী ইউনিয়নের মদনডাঙ্গা বাজারে ও মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের শৈলকুপায় নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী।

এ ছাড়া দুধসর ইউনিয়নের ভাটই বাজারে ও মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজারে নৌকা প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী দুলালের পোস্টার ছিঁড়ে ফেলেন এবং বিভিন্ন হুমকি প্রদান করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম জানান, মাগরিবের নামাজের পর স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার নজরুল ইসলাম দুলালের পক্ষে এলাকার কয়েকজন যুবক মদনডাঙ্গা বাজারে পোস্টার লাগাচ্ছিল। এ সময় নৌকার সমর্থক মিঠু, সুজায়েত, ভুট্টসহ ৫-৭ জন দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা আলামিন ও সুজনকে বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এ ছাড়া আবারও ট্রাক মার্কার পোস্টার লাগানো হলে তাদের দেখে নেওয়ার হুমকি প্রদান করে। পরে স্থানীয়রা আহত দুই যুবককে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের চরের ব্রিজের নিকট স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের পোস্টার লাগানোর সময় রুস্তম আলী শেখের ছেলে কুদ্দুস শেখকে নৌকার সমর্থক একই গ্রামের রাকিব শেখ পিটিয়ে মারাত্মক আহত করেন। এ ঘটনায় আহত কুদ্দুস শেখ শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বর্তমানে তিনি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি ঠাকুর দাশ মন্ডল জানান, ত্রীবেণী ইউনিয়নের মদনডাঙ্গা বাজারের ঘটনাটি আমি জানার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠিয়েছি। আহতদের জবানবন্দি নেওয়া হয়েছে। অন্যদিকে মনোহরপুর গ্রামের ঘটনায় আহত কুদ্দুস শেখ একটি সাধারণ ডায়েরি করেছেন। এ সকল ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

১০

লেবাননে আবারও ইসরায়েলি হামলা

১১

সাতক্ষীরা-৩ / আশ্বাস পেয়ে গণসংযোগে ব্যস্ত ডা. শহিদুল আলম

১২

বিএনপির সাথে বৈঠক / খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

১৩

বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী

১৪

কতজন প্রবাসী পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন জানাল ইসি

১৫

জামায়াত নেতার বিতর্কিত বক্তব্যের নিন্দা এনসিপির

১৬

ভূমিকম্পের সময় কী করা উচিত, জানাল ফায়ার সার্ভিস

১৭

নর্দান ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান

১৮

বিএনপি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা চালু করবে : আমীর খসরু

১৯

এমপি হলে সৎপথে ব্যবসার লাইন দেখিয়ে দেব : আজহারুল ইসলাম মান্নান

২০
X