মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর নৌকার সমর্থকদের হামলা

ঝিনাইদহ জেলার ম্যাপ। ছবি : কালবেলা
ঝিনাইদহ জেলার ম্যাপ। ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের পোস্টার লাগানোর সময় হামলা চালিয়েছে নৌকা প্রার্থীর সমর্থকরা। হামলায় আল-আমিন, সুজন ও কুদ্দুস শেখ নামের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ-১ আসনে শৈলকুপার ত্রিবেণী ইউনিয়নের মদনডাঙ্গা বাজারে ও মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের শৈলকুপায় নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী।

এ ছাড়া দুধসর ইউনিয়নের ভাটই বাজারে ও মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজারে নৌকা প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী দুলালের পোস্টার ছিঁড়ে ফেলেন এবং বিভিন্ন হুমকি প্রদান করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম জানান, মাগরিবের নামাজের পর স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার নজরুল ইসলাম দুলালের পক্ষে এলাকার কয়েকজন যুবক মদনডাঙ্গা বাজারে পোস্টার লাগাচ্ছিল। এ সময় নৌকার সমর্থক মিঠু, সুজায়েত, ভুট্টসহ ৫-৭ জন দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা আলামিন ও সুজনকে বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এ ছাড়া আবারও ট্রাক মার্কার পোস্টার লাগানো হলে তাদের দেখে নেওয়ার হুমকি প্রদান করে। পরে স্থানীয়রা আহত দুই যুবককে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের চরের ব্রিজের নিকট স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের পোস্টার লাগানোর সময় রুস্তম আলী শেখের ছেলে কুদ্দুস শেখকে নৌকার সমর্থক একই গ্রামের রাকিব শেখ পিটিয়ে মারাত্মক আহত করেন। এ ঘটনায় আহত কুদ্দুস শেখ শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বর্তমানে তিনি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি ঠাকুর দাশ মন্ডল জানান, ত্রীবেণী ইউনিয়নের মদনডাঙ্গা বাজারের ঘটনাটি আমি জানার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠিয়েছি। আহতদের জবানবন্দি নেওয়া হয়েছে। অন্যদিকে মনোহরপুর গ্রামের ঘটনায় আহত কুদ্দুস শেখ একটি সাধারণ ডায়েরি করেছেন। এ সকল ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১০

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১১

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১২

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৩

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৪

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৫

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৬

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

১৭

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

১৮

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

১৯

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

২০
X