স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরুর এজেন্টদের ভোটকেন্দ্রে থাকতে না দেওয়ার হুমকির অভিযোগে সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চয়ন ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মামুন-অর-রশিদ এ নোটিশ দেন।
যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরুর লিখিত অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগ প্রার্থী চয়ন ইসলামকে নোটিশ করা হয়েছে।
ওই নোটিশে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বারিয়াপুর রাসেল স্মৃতি সংঘ নির্বাচনী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে ঈগল প্রতীকের প্রার্থী হালিমুল হক মিরুকে তিক্ত, উস্কানিমূলক ও মানহানিকরভাবে দ্বারিয়াপুরে প্রতিহত করার জন্য কর্মী-সমর্থকদের নির্দেশনা প্রদান করেন এবং ভোটের দিন ঈগল মার্কার পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে না দেওয়ার হুমকি প্রদান করেন। তার এই বক্তব্যের মাধ্যমে আচরণ বিধিমালা লঙ্ঘনের পরিকল্পনার দায়ে চয়ন ইসলামের বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না সেই মর্মে ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়ারপুর মহল্লায় নৌকার নির্বাচনী ক্যাম্প উদ্বোধনকালে রাখা এক বক্তব্যে সাবেক মেয়র বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বলেন, ‘মিরু দ্বারিয়াপুর আসলে প্রতিহত করা লাগবে। শাহজাদপুর পৌরসভার ভেতরে তার ভোট করার অধিকার নাই। সে একজন খুনী হিসেবে পরিচিত। সে মেয়রে দাড়াইছিল মেলা মাস্তানি দেখেইছে। তখন আমরা বিএনপি করতাম আমাদের পাওয়ার ছিল না। এখন যদি ওর কোনো বাপ থাকে নিয়ে আসুক। নির্বাচন করতেছে করুক। পরিস্থিতি বলে দেবে কখন কি করতে হবে। শক্তিশালী এজেন্ট তো আমরাই দেব, যেহেতু ওয়ার্ড আমার। মিরু এজেন্ট খুঁজবে। মিরুর এজেন্ট কেডা সে ঢুকতে পারবে না। আমাগারে এজেন্ট বাহাদুরের মতো সেন্টারে থাকবে। কিন্তু মিরুর এজেন্টকে আমরা থাকতে দেব না। আমাদের সাথে যা করছে আমরা ওর সাথে তা করবো। এখন তোর চেয়ে বেশি শক্তি আমাদের।’
নজরুল ইসলাম বলেন, ‘আমি বলেছি, ও তো ...(অপ্রকাশ যোগ্য কথাবার্তা) মার্কা, আমাদের নৌকা মার্কা, ...(অপ্রকাশ যোগ্য কথাবার্তা) দ্বারিয়াপুর থেকে ভোট পাবে না। মিরুকে যদি পরিস্থিতি বুঝে যা করা লাগবে ওটা চয়ন ইসলামই করবে। তোমরা কোনো গণ্ডগোল করো না। প্রতিশোধ আজ হোক আর কাল হোক, আমরা নেবই।’
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
মন্তব্য করুন