পিরোজপুরের নেছারাবাদে আগুনে চার দোকান পুড়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মিয়ারহাট বন্দরের বাজারের তালুকদার মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে। পরে নেছারাবাদ ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশ বেকারির প্রোপ্রাইটার এজাজ আহমেদের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় চারটি দোকান পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে জিহাদ এন্টারপ্রাইজ আশিক হাসান মিরাজের দোকান, দেশ বেকারির এজাজ আহমেদের দোকান, জননী স্টিল অ্যান্ড থাই জহিরুল ইসলামের দোকান ও মাংস বিক্রেতা ইদ্রিস আলীর দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার অগ্নিকাণ্ডের সত্যাতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় চারটি দোকান ও বসতঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
নেছারাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। বৈদ্যুতিক গোলযোগের জন্য আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
মন্তব্য করুন