মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

আগুনে পুড়ে যাওয়া প্রার্থীর প্রচার অফিস। ছবি : কালবেলা
আগুনে পুড়ে যাওয়া প্রার্থীর প্রচার অফিস। ছবি : কালবেলা

মেহেরপুর-২ সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী এ এস এম নাজমুল হক সাগরের একটি নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতের কোনো একসময় মেহেরপুরের গাংনীর হেমায়েতপুর গ্রামের ওই অস্থায়ী অফিসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ও প্রার্থী এ এস এম নাজমুল হক সাগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা কর্মী শরীফুল ইসলাম জানান, রাত ১২টার পর তিনি ও তার লোকজন অফিস বন্ধ করে বাড়ি চলে যান। ভোর ৪টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন তিনি। স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কে বা কারা এ আগুন দিয়েছে সে ব্যাপারে নিশ্চিত নন তিনিসহ স্থানীয় লোকজন।

মেহেরপুর-২ সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী এ এস এম নাজমুল হক সাগর বলেন, ‘উৎসব মুখর পরিবেশে নির্বাচনের প্রচার চলছে। জনমনে ভীতি সৃষ্টির জন্য কেউ এ ধরনের ঘটনা ঘটিয়েছে। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ ঘটনাটি খতিয়ে দেখে অপরাধীদের যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়।’

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নির্বাচনী অফিসটির অনুমোদন ছিল না। ওখানে যে নির্বাচনী অফিস আছে প্রার্থী নিজেই সেটা জানতেন না। আর নির্বাচনী অফিস বলতে সেখানে ছিল একটা তাঁবু। তাঁবুর পাশে পাটকাঠি রাখা ছিল। আগুন লাগার পর সেখানে ফায়ার সার্ভিস গেছে। কেউ উদ্দেশ্যমূলকভাবে ঘটনাটি ঘটাতে পারে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ছাড়া নৌকার প্রার্থীকে আমরা লিখিত অভিযোগ করতে অনুরোধ করেছিলাম। এখন পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ করেননি।’

এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান কালবেলাকে বলেন, ‘আগুনের বিষয়টি নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই ঘটনাটির সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার পর পুলিশে দেওয়ার অভিযোগ ‎ ‎

ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান জবি শিক্ষক সমিতির

ইউল্যাব ও মেডিক্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জকসুতে প্রথম ৩ ঘণ্টায় ভোটার উপস্থিতি কম

অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠছেন বিশ্বকাপজয়ী মার্টিন

মাহফিল থেকে ফেরার পথে বক্তার গাড়িতে ডাকাতি

ভেনেজুয়েলায় মাঝরাতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলি

এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন, সেক্রেটারি আহসান জামান

শীতে কাঁপছে সাতক্ষীরা, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

ঘরের ভেতরে পড়ে অসুস্থ মাহাথির মোহাম্মদ

১০

৪০ কোটি টাকার শেয়ার কিনবেন তপন চৌধুরী

১১

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা

১২

দোকান থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

খুব দ্রুতই ভেনেজুয়েলায় ফিরছেন মাচাদো

১৪

মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁস’

১৫

ভেনেজুয়েলা সংকট / যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী মেক্সিকোর প্রেসিডেন্ট কী বলছেন

১৬

জকসুতে পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা

১৭

ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

১৮

বাঙ্গি ক্ষেতে পড়ে ছিল স্কুলছাত্রের গলাকাটা লাশ

১৯

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল

২০
X