মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

আগুনে পুড়ে যাওয়া প্রার্থীর প্রচার অফিস। ছবি : কালবেলা
আগুনে পুড়ে যাওয়া প্রার্থীর প্রচার অফিস। ছবি : কালবেলা

মেহেরপুর-২ সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী এ এস এম নাজমুল হক সাগরের একটি নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতের কোনো একসময় মেহেরপুরের গাংনীর হেমায়েতপুর গ্রামের ওই অস্থায়ী অফিসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ও প্রার্থী এ এস এম নাজমুল হক সাগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা কর্মী শরীফুল ইসলাম জানান, রাত ১২টার পর তিনি ও তার লোকজন অফিস বন্ধ করে বাড়ি চলে যান। ভোর ৪টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন তিনি। স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কে বা কারা এ আগুন দিয়েছে সে ব্যাপারে নিশ্চিত নন তিনিসহ স্থানীয় লোকজন।

মেহেরপুর-২ সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী এ এস এম নাজমুল হক সাগর বলেন, ‘উৎসব মুখর পরিবেশে নির্বাচনের প্রচার চলছে। জনমনে ভীতি সৃষ্টির জন্য কেউ এ ধরনের ঘটনা ঘটিয়েছে। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ ঘটনাটি খতিয়ে দেখে অপরাধীদের যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়।’

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নির্বাচনী অফিসটির অনুমোদন ছিল না। ওখানে যে নির্বাচনী অফিস আছে প্রার্থী নিজেই সেটা জানতেন না। আর নির্বাচনী অফিস বলতে সেখানে ছিল একটা তাঁবু। তাঁবুর পাশে পাটকাঠি রাখা ছিল। আগুন লাগার পর সেখানে ফায়ার সার্ভিস গেছে। কেউ উদ্দেশ্যমূলকভাবে ঘটনাটি ঘটাতে পারে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ছাড়া নৌকার প্রার্থীকে আমরা লিখিত অভিযোগ করতে অনুরোধ করেছিলাম। এখন পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ করেননি।’

এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান কালবেলাকে বলেন, ‘আগুনের বিষয়টি নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই ঘটনাটির সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা শুরু হতে বাকি আর কত দিন?

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

শহীদ মিনারে ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জুবিনের স্ত্রীর কাছে ময়নাতদন্তের রিপোর্ট, যা জানা গেল

নিষেধাজ্ঞার আগে মাওয়ায় ইলিশ খাওয়ার হিড়িক

যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিতে সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

৪৮ ঘণ্টার মধ্যে ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

মহাসড়কে ডাকাতির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

সিরিজের সাফল্যের পর যা বললেন আরিয়ান

‘সর্বকালের সেরা’ বাছাই করলেন আলভারেজ — কারা আছেন তালিকায়?

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১১

অক্টোবরে লঘুচাপ-নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

১২

খাগড়াছড়ির অবরোধ পুরোপুরি প্রত্যাহার

১৩

ব্যাটে-বলে ঝলমলে সাকিব, আটলান্টার দাপুটে জয়

১৪

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরির সুযোগ

১৫

বালু লুটে বিপর্যয়ের মুখে হাওরাঞ্চলের কৃষি ও পরিবেশ

১৬

চমক রেখে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

১৭

নিয়োগ দিচ্ছে আগোরা

১৮

বাগদান সারলেন বিজয়-রাশমিকা!

১৯

কেন মৌকে দেখে পালিয়ে যান পরীমণি?

২০
X