লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ
এমপির পিএসের হুমকি

‘নৌকা ছাড়া এলাকায় কেউ ঢুকতে পারবে না’

মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল। ছবি : কালবেলা
মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল। ছবি : কালবেলা

নৌকা ছাড়া অন্য কোনো মার্কার লোককে এলাকায় ঢুকতে না দিতে পাহারা বসানোর আহ্বান জানিয়েছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল। তিনি নৌকা মার্কার নির্বাচনী জনসভায় বক্তব্যে এ কথা বলেন। শ্যামল উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এদিকে রোববার (২৪ ডিসেম্বর) রাত থেকে তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এ ছাড়াও ওই ঘোষণার পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এর আগে শনিবার (২৩ ডিসেম্বর) রাতে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকায় নৌকা মার্কার নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমি গড্ডিমারীর মানুষকে আজ থেকে ৭ তারিখ পর্যন্ত প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় পাহারা বসাতে অনুরোধ করছি। জননেতা মোতাহার হোসেনের নৌকা ছাড়া অন্য কোনো মার্কার লোক যেন এই এলাকায় ঢুকতে না পারে।’

এ ছাড়াও গত বৃহস্পতিবার রাতে শ্যামল ও তার লোকজন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য আতাউর রহমান প্রধানের গণসংযোগে হামলা করে তার নির্বাচনী অফিস ও গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় শুক্রবার লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. এরশাদ আলী শ্যামলকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে চিঠি দেন।

গত শনিবার নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যাও দেন অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল। কিন্তু সেখান থেকে ফিরে তিনি এমন বক্তব্য দেন।

এ বিষয়ে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামলের ব্যবহৃত নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে আমরা যেখানে ভোটারদের দ্বারে দ্বারে এসে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সেখানে শ্যামল সাহেব ভোটারদের মাঝে আতংক ছড়াচ্ছেন। তিনি নৌকা মার্কার প্রার্থী বর্তমান সংসদ সদস্যে পিএস (সহকারী) হওয়ার কারণে ক্ষমতা দেখিয়ে নির্বাচনী আচরণবিধিকে তোয়াক্কা করছেন না বলেও তিনি মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেবিন ক্রুদের আসল কাজ কী

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

আমরা লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে : নেতানিয়াহু

৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের করুণ পরিণতি

তিস্তার বন্যায় কৃষকের স্বপ্ন ভাসছে অনিশ্চয়তার অথৈ জলে

ব্যাংকিং টিপস / ব্যাংকের সুদের হার ও চার্জ সম্পর্কে সচেতন থাকুন

শতভাগ লুটপাটমুক্ত দল জামায়াতে ইসলামী : ড. মোবারক

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১২

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

১৩

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

১৪

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

১৫

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৬

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

১৭

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

১৮

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

১৯

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X