পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শোকজের জবাব দিলেন রেলমন্ত্রী

পঞ্চগড়ে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি : কালবেলা
পঞ্চগড়ে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি : কালবেলা

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ সংসদীয় আসনের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য দেওয়ায় পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে শোকজের পর আদালতে সশরীরে হাজির হয়ে জবাব দিয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইনের কার্যালয়ে উপস্থিত হয়ে নোটিশের জবাব দেন তিনি।

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজের লিখিত ব্যাখ্যা দিতে এসে পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, নোটিশ দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, যারা ভোট দেবে না তাদের একটা তালিকা করার কথা বলেছি। এটি আচরণবিধি লঙ্ঘনের ধারায় উসকানিমূলক বক্তব্যের আওতায় এসেছে। এর উত্তরে আমি বলেছি, যে দুই ধারায় আপনারা আমাকে নোটিশ দিয়েছেন এ ধারায় আমার বক্তব্য উসকানিমূলক বক্তব্যের আওতায় পড়ে না। কাজেই একজন প্রার্থী হিসেবে আমার দায়িত্ব ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান করা। যারা ভোট দিতে আসতেছে না তাদের তালিকা তো থাকছেই।

তিনি আরও বলেন, ভোটে আসবেন না। ভোট দেবেন না। এ ধরনের নেগেটিভ কোনো বক্তব্য তো আমি দেইনি। তারপরও যেহেতু আমাকে নোটিশ করেছেন, আমি এসেছি। ভবিষ্যতে আমি সতর্ক থাকব। আমি নিজেও একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। কাজেই যে ধরনের বক্তব্যে কোনো উসকানিমূলক আওতায় আসে, এ ধরনের বক্তব্যের ব্যাপারে আমি ভবিষ্যতে সতর্ক থাকব।

এ সময় পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সরকারী পক্ষের কৌঁসুলি আমিনুর রহমান, বোদা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজাসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শোকজের জবাব দিতে বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে আসেন পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পরে দুপুর ১২টার দিকে পঞ্চগড়-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইনের কার্যালয়ে যান তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেন পঞ্চগড়-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইন। সেই সঙ্গে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি

জামায়াতের মনোনয়ন পেয়ে ড. ফয়জুল হকের প্রতিক্রিয়া

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন? জেনে নিন

ডিবি হারুন ও সাবেক আইজি বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহতের ১০ টুকরো লাশ উদ্ধার

মার্সেডিজ-বেঞ্জের ইভি চার্জিং অবকাঠামো এখন চট্টগ্রামেও

তৌসিফের যে দিকটার প্রেমে পড়েছেন নীলা

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

১০

জানাজায় ৪র্থ তাকবির বলার পর হাত কখন ছাড়বেন?

১১

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

১২

কাজের সময় বিদ্যুৎ লাইন চালু, তারে ঝুলছিল মরদেহ

১৩

‘আমার সাথে খেলতে আইসো না’, কাকে হুঙ্কার দিলেন মমতা

১৪

নির্বাচকদের নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য লিটনের

১৫

শত্রুর বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

১৬

বিচারব্যবস্থায় ডিজিটাল রূপান্তর / সরকার ও ড্যাফোডিলের সহযোগিতায় কোর্ট অটোমেশন সিস্টেম

১৭

আরও ১৩ এসপির দপ্তর বদল

১৮

শীতকালে পেটে গ্যাস হওয়া থেকে বাঁচতে যেসব সবজি এড়িয়ে চলবেন

১৯

‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে’

২০
X