পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শোকজের জবাব দিলেন রেলমন্ত্রী

পঞ্চগড়ে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি : কালবেলা
পঞ্চগড়ে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি : কালবেলা

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ সংসদীয় আসনের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য দেওয়ায় পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে শোকজের পর আদালতে সশরীরে হাজির হয়ে জবাব দিয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইনের কার্যালয়ে উপস্থিত হয়ে নোটিশের জবাব দেন তিনি।

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজের লিখিত ব্যাখ্যা দিতে এসে পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, নোটিশ দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, যারা ভোট দেবে না তাদের একটা তালিকা করার কথা বলেছি। এটি আচরণবিধি লঙ্ঘনের ধারায় উসকানিমূলক বক্তব্যের আওতায় এসেছে। এর উত্তরে আমি বলেছি, যে দুই ধারায় আপনারা আমাকে নোটিশ দিয়েছেন এ ধারায় আমার বক্তব্য উসকানিমূলক বক্তব্যের আওতায় পড়ে না। কাজেই একজন প্রার্থী হিসেবে আমার দায়িত্ব ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান করা। যারা ভোট দিতে আসতেছে না তাদের তালিকা তো থাকছেই।

তিনি আরও বলেন, ভোটে আসবেন না। ভোট দেবেন না। এ ধরনের নেগেটিভ কোনো বক্তব্য তো আমি দেইনি। তারপরও যেহেতু আমাকে নোটিশ করেছেন, আমি এসেছি। ভবিষ্যতে আমি সতর্ক থাকব। আমি নিজেও একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। কাজেই যে ধরনের বক্তব্যে কোনো উসকানিমূলক আওতায় আসে, এ ধরনের বক্তব্যের ব্যাপারে আমি ভবিষ্যতে সতর্ক থাকব।

এ সময় পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সরকারী পক্ষের কৌঁসুলি আমিনুর রহমান, বোদা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজাসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শোকজের জবাব দিতে বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে আসেন পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পরে দুপুর ১২টার দিকে পঞ্চগড়-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইনের কার্যালয়ে যান তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেন পঞ্চগড়-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইন। সেই সঙ্গে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্যসামগ্রী বিতরণ

যশোর-৬ আসন অপরিবর্তিত রাখার দাবিতে গণমিছিল

কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

টেকনাফ সীমান্তের ওপারে আবারও গোলাগুলি, এপারে আতঙ্ক

চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি স্থান হবে কারাগার : নীরব

রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন রোনালদো

আবারও ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

উপদেষ্টা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কি না জানালেন বাবা আজিজুর

১০

‘ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু ছোঁয়াকে আছড়ে হত্যা করে ফুপাতো ভাই’

১১

সড়ক পরিহার করে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

১২

আমরা সবাই বাংলাদেশি, এর বাইরে কোনো পরিচয় নেই : জিলানী

১৩

জামদানি পল্লী পরিদর্শনে উপদেষ্টা ফরিদা আখতার

১৪

উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

১৫

বাংলাদেশ থেকে লক্ষাধিক টাকা বেতনে নার্স নেবে কুয়েত

১৬

সংবিধানের ওপরে জুলাই সনদ প্রাধান্য পেতে পারে না : গণফোরাম

১৭

ঢাবি উপাচার্যের বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপনের প্রতিবাদ কর্তৃপক্ষের

১৮

হাজার হাজার মার্কিনি নিচ্ছেন মেক্সিকোর নাগরিকত্ব

১৯

যাদের জনসমর্থন নেই, তারাই পিআর চায় : এসএম জাহাঙ্গীর

২০
X