অপপ্রচার, চরিত্র হরণ, নির্বাচনী প্রচারে বাধা ও কর্মীদের হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু (প্রতীক ট্রাক)।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাইর উপজেলার বাইমাইল দেওয়ান কমপ্লেক্সে তার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
জাহিদ আহমেদ টুলু অভিযোগ করে বলেন, আমার কর্মী-সমর্থকরা গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নির্বাচনী এলাকার সিঙ্গাইর উপজেলার ইরতা গ্রামে ট্রাক প্রতীকের প্রচার চালাচ্ছিলেন। এ সময় আমার কর্মী আব্দুর রাজ্জাকসহ অন্যদের হাত কেটে নেওয়াসহ হত্যার হুমকি দেন নৌকা প্রার্থী মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দার। যারা ট্রাক প্রতীকের কাজ করবে ও ভোট দিবে তাদেরও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
তিনি আরও বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের লোকজন গত কয়েকদিন ধরে ট্রাক প্রতীকের কর্মীদের মারধরসহ প্রচারে বাধা দিচ্ছে। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ সময় বায়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ইলিয়াস হোসেন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সিঙ্গাইর, হরিরামপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। এই আসনে মোট ১০ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য করুন