বছরের শুরুতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত গাজীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। হাতে নতুন বই, নতুন শ্রেণিতে ওঠার আনন্দের ঝিলিক যেন প্রতিটি শিক্ষার্থীর চোখেমুখে।
সকালে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক স্কুল ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী শফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফয়েজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার প্রাথমিক পর্যায়ে ২ হাজার ১৭৪ স্কুলে ৬ লাখ ৮৭ হাজার ৭৬৬ শিক্ষার্থী মধ্যে বই বিতরণ করা হচ্ছে। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে ৪৫ লাখ বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
মন্তব্য করুন