পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়ে প্রায় ৫ বছর দায়িত্ব পালন করেছি। আমি উন্নয়ন দিয়েছি, সমৃদ্ধি দিয়েছি, আপনাদের জিম্মি দশা থেকে মুক্তি দিয়েছি। শেখ হাসিনা যাকে প্রত্যাখ্যান করেছেন, গতবারও প্রত্যাখ্যান করেছেন এবারও তাকে নমিনেশন দেননি। তিনি আওয়ামী লীগের প্রার্থী দাবি করে বিভিন্ন জায়গায় বিভ্রান্তি ছড়াচ্ছেন। আপনারা আমার বক্তব্যের পূর্বে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর শুনেছেন। তিনি বলেছেন, পিরোজপুরে শ ম রেজাউল করিম তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা তার বক্তব্য।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউক ক্লাব মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ওই মঞ্চে ঈগলের প্রার্থী উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী তার দিকে ফিরেও তাকায়নি তার নামও বলেননি। আমার ব্যানারে আমার সভানেত্রীর ছবি আছে, জয় বাংলা আছে, বাঙালির আশা-আকাঙ্ক্ষা সমর্থনের প্রতীক নৌকা আছে। তার ব্যানারে বাজ পাখি আছে, বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি নাই। অর্থাৎ তিনি শেখ হাসিনার সিদ্ধান্ত মানেন না। ওনার ঔদ্ধত্য কাকে বলে উনি দীর্ঘায় বক্তব্য রেখে বলছেন ভগবানও খেলেন, নেত্রীও খেলেন আরও কিছু বাজে কথা নেত্রী সম্পর্কে বলেছেন। এটা বলতে পারে মোস্তাকরা, আওয়ামী লীগের কেউ বলতে পারে না। আপনার দুঃসাহস দেখে আমি অবাক হই আপনি যে ভাষায় দীর্ঘায় বক্তব্য রেখেছেন আপনার ভিডিও ভাইরাল হয়েছে বিএনপিও সে ভাষায় শেখ হাসিনার সমালোচনা করে না।
তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রীকে যখন তীব্র সমালোচনা করে তার সিদ্ধান্ত না মেনে প্রার্থী হন নিশ্চয় আপনি অন্য কোন দিকে যাবার মতলব করতেই পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার আমলে পিরোজপুরে বাস মালিক সমিতির চাঁদা বন্ধ করেছি, ইজিবাইকের চাঁদা বন্ধ করেছি, টেন্ডারবাজি বন্ধ করেছি, সন্ত্রাস বন্ধ করেছি, উন্নয়ন এনেছি।
আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অ্যাড. চন্ডী চরণ পালের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা সহকারে পথসভায় যোগ দেন। পরে পথসভাটি জনসমুদ্রে রূপ নেয়।
সন্ধ্যায় আওয়ামী লীগের নির্বাচনী প্রধান কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডরথী রহমান এক কর্মিসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ ম রেজাউল করিমকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। এদিকে, সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ ম রেজাউল করিম মূলগ্রাম বাজার, ইন্দুরকানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় যোগ দেন।
মন্তব্য করুন