কিশোরগঞ্জের ভৈরবে নাশকতার অভিযোগে এক যুবককে আটক করেছে আনসার ভিডিপি সদস্যরা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ভৈরব রেলওয়ের সৈয়দ আব্দুল হালীম ব্রিজের ভৈরব প্রান্ত থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম ফরিদুল ইসলাম (২৩)। সে নরসিংদী জেলার শিবপুরের ছোটকান্দা এলাকার শামসুল হকের ছেলে।
আনসার সদস্য পরী আক্তার জানান, আমি আশুগঞ্জ রেলওয়ে এলাকায় ডিউটিরত ছিলাম। রেল লাইনে পাহাড়ারত অবস্থায় ভৈরব প্রান্তে ফরিদুল ইসলামকে দেখতে পাই। তার হাতে একটি স্টিলের পাইপ ও নাটবল্টু ছিল। তাকে জিজ্ঞাসা করতেই সে উল্টো জেরা করতে শুরু করে। আমার ধারণা সে রেললাইনের নাটবল্টু খোলার চেষ্টা করছিল। এমনকি সে আমাদের ১ হাজার টাকা ঘুষ দিতে চায়। তার কথাবার্তায় সন্দেহ হলে ভৈরব প্রান্তের ডিউটিরত আনসার সদস্যদের নিয়ে তাকে আটক করে উপজেলায় নিয়ে আসি।
বিষয়টি নিশ্চিত করেন ভৈরব আনসার ভিডিপি কর্মকর্তা নুরুনাহার বেগম। তিনি জানান, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
রেলওয়ে থানার ওসি আব্দুল আলীম জানান, সন্দেহভাজন ভেবেই ফরিদুলকে আটক করা হয়েছে। সে স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মুর্শেদ খান জানান, আনসার সদস্যরা তাকে কেপিআই এলাকা থেকে ধরে নিয়ে আসে। রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে জিজ্ঞাসাবাদ করছে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভৈরব প্রশাসনসহ সকল বিভাগ তৎপর রয়েছে।
মন্তব্য করুন