এম এ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তবুও শিক্ষক প্রশিক্ষণে প্রধান শিক্ষকের বউ

গাইবান্ধার সুন্দরগঞ্জের মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
গাইবান্ধার সুন্দরগঞ্জের মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই গুরুদায়িত্ব পালন করেন শিক্ষকরা। আর শিক্ষকদের তত্ত্বাবধান করেন প্রধান শিক্ষক। ক্লাসে পাঠদান করা তো দূরের কথা, একদিনও স্কুলে আসেননি সহকারী শিক্ষক। তবুও হঠাৎ বউকে সহকারী শিক্ষক বানিয়ে প্রশিক্ষণে পাঠিয়ে আদর্শ স্কুলে এমন এক অনাদর্শিক কাণ্ড ঘটালেন গাইবান্ধার সুন্দরগঞ্জের মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন- এমন অভিযোগ শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়দের।

সূত্র বলছে, ২০২৪ সাল থেকে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম’ এর আওতায় ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণিশিক্ষকগণের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা নেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হয় ৭ দিনের ওই শিক্ষক প্রশিক্ষণ। ২ দিন প্রশিক্ষণের পর মাঝখানে ৪ দিন বিরতি দিয়ে তা চলে ২৭ ডিসেম্বর পর্যন্ত। আর সেই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন কোন কোন শিক্ষক তার একটি তালিকা টাঙানো হয় গত ১৬ ডিসেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেয়ালে। শিল্প ও সংস্কৃতি বিষয়ের তালিকায় ৫৮নং ক্রমিকে মো. সাজু মিয়া এবং ৫৯নং ক্রমিকে রেখা বেগম নামের মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষকের নাম। আর প্রশিক্ষণের স্থান ছিল সুন্দরগঞ্জ মহিলা কলেজের ১০২ নম্বর কক্ষ। কিন্তু সব শিক্ষকের নামের পাশে ফোন নম্বর উল্লেখ থাকলেও নেই কেবল ওই দুই শিক্ষকের নম্বর। স্কুলের প্যাডে প্রদত্ত প্রত্যয়নপত্রে দেখা যায়, ওই শিক্ষককে ‘সহকারী গ্রন্থাগারিক’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান শিক্ষক।

পরে খোঁজ নিয়ে জানা যায়, সাজু মিয়াকে ওই স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে সবাই চিনলেও রেখা নামের ওই শিক্ষককে কেউই চিনেন না। রেখা নামের ওই শিক্ষিকা স্কুলের প্রধান শিক্ষকের স্ত্রী। গত কয়েক মাসের হাজিরা খাতা ঘেঁটে দেখা যায়, তাতে নেই কোনো স্বাক্ষর। উপস্থিত ছিলেন না প্রশিক্ষণের পর নতুন বছরের প্রথম কয়েক দিনও।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের যাত্রা থেকে গত ১৬ ডিসেম্বরের আগ পর্যন্ত রেখা নামের কোনো শিক্ষককে তারা দেখেননি কেউ। এমনকি নামও শোনেননি তার। তাই প্রশিক্ষণের তালিকায় হঠাৎ ওই শিক্ষকের নাম দেখে হতবাক হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সবাই। তারা বলছেন, ভেতরে ভেতরে আত্তীকরণ করছেন প্রধান শিক্ষক। এর আগেও সবার অজান্তে এভাবেই নিয়োগ দিয়েছেন নিজের শ্যালক ও ভাতিজাকে। অস্বচ্ছতা গ্রাস করে ফেলেছে প্রধান শিক্ষককে। এতে সুনাম ক্ষুণ্ন হচ্ছে স্কুলটির। শিক্ষার্থীরা বলছেন, তিন ম্যাডাম রয়েছে তাদের। নতুন কোনো ম্যাডাম নেই। লাইব্রেরি আছে, কিন্তু কোনো লাইব্রেরিয়ান নেই।

এ বিষয়ে জানতে রেখা নামের ওই শিক্ষকের সাথে যোগাযোগের জন্য চেষ্টা করেও কোনো ফোন নম্বর খুঁজে পাওয়া যায়নি। বাড়িতে গেলে জানা যায়, রংপুরে থাকেন তিনি।

এদিকে, ২০২১ সালের ৩১ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) জারি করা এক নির্দেশনা অনুযায়ী বেসরকারি স্কুলে গ্রন্থাগার বিষয়ে কোনো নিয়োগ দিতে পারবে না শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি। এ পদে নিয়োগের সুপারিশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

তবুও কেনো এ পদে নিয়োগ দিয়েছেন- জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন কালবেলাকে বলেন, রেখা আমার স্ত্রী। তাকে ২০১৫ সালে লাইব্রেরিয়ান পদে নিয়োগ দিয়েছি। এ জন্য শিল্প ও সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে।

এ বিষয়ে রিপোর্ট করতে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মমিন মন্ডল বলেন, মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করে। দেখা যায়, তার কোনো ফোন নম্বর দেওয়া নেই। তিনি ওই স্কুলের শিক্ষক কি না তা আমার জানা নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লবণ নাকি চিনি ,কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১০

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১১

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১২

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৩

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৪

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৫

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৬

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৭

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

১৮

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

১৯

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

২০
X