কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ৫৯৫টি কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৯৩৫টি। এরমধ্যে ৫৯৫টি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা নির্বাচন অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর-২ আসন ও গাজীপুর-১ আসনে অর্ধেকের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া গাজীপুর-৩ (শ্রীপুর ও সদর একাংশ) আসনে ৯০টি, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ৭২টি এবং গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর একাংশ) আসনে ৫৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রোমানা আলী। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। এ আসনে ভাওয়ালগড়, পিরুজালী ও মির্জাপুর ইউনিয়নসহ ১৮০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৯০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।

গাজীপুর-২ (সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ আহসান রাসেল। তার সঙ্গে লড়ছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাজী আলিম উদ্দিন। এই আসনে ভোটকেন্দ্র ৪০০টি। এখানে টঙ্গী, আউচপাড়া, এরশাদনগরসহ বেশি কয়েকটি এলাকা নানা কারণে ভোটের সময়ে উত্তপ্ত পরিস্থিতি থাকে। যার কারণে এই আসনের ২৯৭টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ এবং ১০৩টি কেন্দ্রকে কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গাজীপুর-১ (কালিয়াকৈর-বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার সঙ্গে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল। এ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৮২টি। ভোটার আছে ৬ লাখ ৯৫ হাজার ৮৬৪ জন। এই আসনের কালিয়াকৈর উপজেলার সফিপুর, চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকাসহ কয়েকটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নির্বাচন করছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমি। তার সঙ্গে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ। এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২২। এরমধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৭২টি।

গাজীপুর-৫ (কালীগঞ্জ, সিটির তিনটি ওয়ার্ড ও বাড়িয়া ইউনিয়ন) আওয়ামী লীগের দলীয় প্রার্থী মেহের আফরোজ চুমকি। এখানে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারউজ্জামান। আসনে ভোটকেন্দ্র সংখ্যা ১০৫। এরমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৫৪টি ও কম ঝুঁকিপূর্ণ ৫১টি।

গাজীপুরের পুলিশ সুপার এস এম কাজী সফিকুল আলম জানান, নির্বাচন কেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের সময় ভোটকেন্দ্রসমূহে মোবাইল টিম কাজ করবে। থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গাজীপুরে ৫টি আসনে ৯৩৫টি ভোটকেন্দ্র রয়েছে। সব কেন্দ্রকে আমরা গুরুত্ব দিচ্ছি। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে যা করা প্রয়োজন, আমাদের সবরকম প্রস্তুতি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালকিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষণা

মৃধা আলাউদ্দিন / কবিতায় জেগে ওঠা নতুন চর...

মাকে লাঞ্ছনার অভিযোগ তোলে যা বললেন আমির হামজা

নেতারা কেন মন্ত্রণালয় ছাড়েননি, ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

নিপীড়িত ও দুর্বলের জন্য ইসলাম একটি পরীক্ষিত শাসনব্যবস্থা : চরমোনাই পীর

বাউল গানে লন্ডন মাতালেন শারমিন দিপু

‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা : ইসি

নিজের বহিষ্কারের খবরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

গুনে গুনে ৮ বার ফোন, জয় শাহকে পাত্তাই দিলেন না পিসিবি চেয়ারম্যান!

জীবন কানাই দাশের মায়ের মৃত্যু

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের এক প্রার্থীকে বহিষ্কার

১১

গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন আহমদ

১২

পদত্যাগের খবর, যা বললেন গভর্নর

১৩

তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা

১৪

থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

১৫

ইসলামের পক্ষে একমাত্র হাতপাখাই ভরসা : চরমোনাই পীর

১৬

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামায়াত আমির : চরমোনাই পীর

১৭

বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা

১৮

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, অভিযানে আটক ৩ 

১৯

স্ত্রীসহ জুলাই যোদ্ধাদের নিয়ে র‍্যালি করলেন ববি হাজ্জাজ

২০
X