নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমান, ভয়ে ভোটার উপস্থিতি কিছু কম হয়েছে। আমার কেন জানি মনে হয় সর্ষের ভেতর ভূত আছে। যারা নির্বাচন পরিচালনা করছেন এদের ভেতরে কিছু ভূত আছে।
রোববার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে ভোট দেওয়া শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, কয়েকটি কেন্দ্র পরিদর্শন ও বিভিন্ন জায়গায় ফোনে খবর পেয়েছি, অনেক কর্মকর্তাই চাচ্ছেন ভোটকে গোলাটে করতে। কিছু কেন্দ্রে কিছু লোক আছে যারা ভোটকেন্দ্রে সরকারি কাজে এসেও তারা অন্য কারও হয়ে কাজ করছেন।
ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে শামীম ওসমান আরও বলেন, রেলে আগুন দেওয়া হচ্ছে, বাস ও ভোটকেন্দ্রে আগুন দেওয়া হচ্ছে। স্লোগান দেওয়া হচ্ছে ভোটকেন্দ্রে আসছেন যারা, লাশ হয়ে ফিরবে তারা। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ কিছুটা ভয় পায়। ফলে ভয়ে ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে যদি রাজনৈতিক দল বলা হয়, তাহলে আমার মনে হয় রাজনৈতিবীদদের প্রতি অন্যায় করা হবে।
মন্তব্য করুন