মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চমবারের মতো বিজয়ী হয়ে কৃতজ্ঞতা ড. বীরেন শিকদারের

ড. বীরেন শিকদার। ছবি : কালবেলা
ড. বীরেন শিকদার। ছবি : কালবেলা

মাগুরা-২ আসনে নৌকার মাঝি ড. বীরেন শিকদার পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়ী হয়ে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ফল ঘোষণা করেন।

মাগুরা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড. বীরেন শিকদার নৌকা প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৫৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুরাদ আলী লাঙ্গল প্রতীকে ১৩ হাজার ২৬২ ভোট পেয়েছেন।

মাগুরা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মুরাদ হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকে আখিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকে মোহাম্মদ আছাদুজ্জামান ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হওয়ায় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেন, মহম্মদপুর-শালিখা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন তার প্রতিদান আমার নির্বাচনী এলাকার মানুষ দিয়েছেন।

প্রসঙ্গত, মাগুরা-২ আসনে ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে অ্যাডভোকেট আছাদুজ্জামান নির্বাচিত হন। ১৯৯৩ সালে ২৫ ডিসেম্বর তার মৃত্যুর পর এ আসনটি ১৯৯৪ সালে ২০ মার্চ বিএনপির নেতৃত্বে বিতর্কিত উপনির্বাচনের মাধ্যমে শিল্পপতি কাজী সালিমুল হক কামালকে জয়ী ঘোষণা করা হয়। আলোচিত এ নির্বাচনের কারণে দেশব্যাপী তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন শুরু হয়। ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির কাজী সালিমুল হক কামাল নির্বাচিত হন। পরে ১৯৯৬ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগের ড. বীরেন শিকদার নির্বাচনে নির্বাচিত হন। তবে ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী শফিকুজ্জামান বাচ্চুকে পরাজিত করেন বিএনপির কাজী সালিমুল হক কামাল। এরপর ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ থেকে ড. বীরেন শিকদার নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট জয়ের পরও বাংলাদেশের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ

বঙ্গোপসাগরে ১৩ জেলে নিখোঁজ

হাসিনা-কামালকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সুবিধা দিচ্ছে জবি প্রশাসন

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

পায়ে শিকল বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২

এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখুন

যে ৮ লক্ষণে বুঝবেন তিনি এখনো আপনাকে ভুলতে পারেননি

১০

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে পরিকল্পনা জানালেন তারেক রহমান

১১

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

১২

সেমিতে হেরে বিশ্বকাপে তৃতীয় বাংলাদেশ

১৩

কোপেনহেগেনে ফুসফুস স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশি ২ বিশেষজ্ঞ

১৪

আগুনে পুড়ে ছাই আড়াই হাজার মুরগির বাচ্চা

১৫

কলেজে শিক্ষার্থীদের টিকটক ভিডিও, মোবাইল নিষিদ্ধ করল কর্তৃপক্ষ

১৬

তাইওয়ান ইস্যুতে জাপানের বক্তব্য, পাল্টা অবস্থান চীনের

১৭

পানি কি সত্যিই ত্বক উজ্জ্বল করে

১৮

তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ

১৯

ভূমিকম্প / বুয়েট বিশেষজ্ঞের সমন্বয়ে ঢাবিতে হল পরিদর্শন শুরু

২০
X