মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চমবারের মতো বিজয়ী হয়ে কৃতজ্ঞতা ড. বীরেন শিকদারের

ড. বীরেন শিকদার। ছবি : কালবেলা
ড. বীরেন শিকদার। ছবি : কালবেলা

মাগুরা-২ আসনে নৌকার মাঝি ড. বীরেন শিকদার পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়ী হয়ে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ফল ঘোষণা করেন।

মাগুরা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড. বীরেন শিকদার নৌকা প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৫৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুরাদ আলী লাঙ্গল প্রতীকে ১৩ হাজার ২৬২ ভোট পেয়েছেন।

মাগুরা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মুরাদ হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকে আখিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকে মোহাম্মদ আছাদুজ্জামান ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হওয়ায় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেন, মহম্মদপুর-শালিখা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন তার প্রতিদান আমার নির্বাচনী এলাকার মানুষ দিয়েছেন।

প্রসঙ্গত, মাগুরা-২ আসনে ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে অ্যাডভোকেট আছাদুজ্জামান নির্বাচিত হন। ১৯৯৩ সালে ২৫ ডিসেম্বর তার মৃত্যুর পর এ আসনটি ১৯৯৪ সালে ২০ মার্চ বিএনপির নেতৃত্বে বিতর্কিত উপনির্বাচনের মাধ্যমে শিল্পপতি কাজী সালিমুল হক কামালকে জয়ী ঘোষণা করা হয়। আলোচিত এ নির্বাচনের কারণে দেশব্যাপী তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন শুরু হয়। ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির কাজী সালিমুল হক কামাল নির্বাচিত হন। পরে ১৯৯৬ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগের ড. বীরেন শিকদার নির্বাচনে নির্বাচিত হন। তবে ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী শফিকুজ্জামান বাচ্চুকে পরাজিত করেন বিএনপির কাজী সালিমুল হক কামাল। এরপর ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ থেকে ড. বীরেন শিকদার নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে পুলিশ সদস্যের জামিন ইস্যুতে আইন উপদেষ্টার স্ট্যাটাস

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া-আসা করলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়?

হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন মার্কিন বিমানবাহিনীর প্রধান

ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

ভারতীয়রা কেন অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করে?

আ.লীগ কার্যালয়ে এবার বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড

চমক রেখে ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন সচিব

ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী : দুই দেশের সম্পর্ক কি স্বাভাবিক হবে?

১০

প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ

১১

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ

১২

ডাকসু নির্বাচন / বাম ছাত্র সংগঠনগুলোর সম্মিলিত প্যানেল ঘোষণা

১৩

‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য রিমান্ডে

১৪

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে স্বপ্নভঙ্গের হতাশা

১৫

ভিসা নিয়ে অস্ট্রেলিয়াকেও পাল্টা জবাব দিল ইসরায়েল

১৬

ছাত্র রাজনীতি বন্ধের এক বছর, কী ভাবছেন ইডেন শিক্ষার্থীরা

১৭

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব রফিকুল ইসলাম

১৮

৪০ দিন আগেই কি মানুষ নিজের মৃত্যুর কথা বুঝতে পারে?

১৯

বনানীতে সিসা বারে রাব্বী হত্যায় ৪ আসামি রিমান্ডে

২০
X