

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয় নগরের দুটি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জোট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি জুনায়েদ আল হাবিব।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওড়া গ্রামে গণসংযোগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জুনায়েদ আল হাবিব বলেন, এ আসনে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষ থেকে পেশিশক্তি ও কালো টাকা ছড়াছড়ির যে অভিযোগ তা মিথ্যা ও বানোয়াট। সব প্রার্থী কোনোরকম সমস্যা ছাড়াই যার যার অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যেহেতু ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং সুন্দরভাবে নির্বাচনী কার্যক্রম চলছে তাই প্রশাসন কোনো রকম হস্তক্ষেপ করছে না। তাই প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং আমার বিরুদ্ধে পেশিশক্তি ও কালো টাকার ছড়াছড়ির অভিযোগ মিথ্যা ও বানোয়াট। বরং বৃহৎ রাজনৈতিক দল বিএনপি থেকে কেউ যদি বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন, এলাকায় তার কোনো অবস্থানই নেই বলে আমি মনে করি।
রুমিন ফারহানাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি (রুমিন ফারহানা) যেসব অভিযোগ করছেন তা কেবল একজন দলীয় প্রধান করতে পারেন দেশের ৩০০ আসন নিয়ে। অথচ তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে অভিযোগ করছেন। অন্য কোনো প্রার্থী তো এসব দেখছে না। মূলত যেই ফ্যাসিবাদী শক্তি ও পরাজিত শক্তি চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক, তাদের ইন্ধনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।
গণসংযোগকালে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং এলাকার বিভিন্ন সমস্যার কথাও শোনেন জুনায়েদ আল হাবিব। পরে তিনি সমস্যার সমাধানসহ অবহেলিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন এলাকাকে উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন