মানিকগঞ্জে ট্রাক-সিনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন- অটোরিকশাচালক ও সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামের মৃত ইমান আলী ছেলে মো. শাহিন (৫২), অটোরিকশার যাত্রী ও ঢাকার বিক্রমপুর এলাকার বাসিন্দা মো. জসিম তালুকদার (৪২) এবং তার নাতি মো. তাসেন। জসিম সদর উপজেলার নতুন বস্তি গ্রামের কামরুদ্দিন রেজার বাড়িতে ভাড়ায় থাকতেন।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে অটোরিকশাটি মানিকগঞ্জ যাচ্ছিল। স্থানীয় আউটপাড়া এলাকায় পৌঁছালে ঢাকামুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন। স্থানীয়রা অটোরিকশার অন্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক শিশুসহ আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।
জসিম তালুকদারের শ্যালিকা রেশমা আক্তার বলেন, আমার বোন, বোনজামাই, নাতি ও ভাগনি খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সকালে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় বোনজামাইসহ ৫ বছরের তাসেনও মারা যায়।
তিনি আরও বলেন, আমার বোন ও বোনের আরেক মেয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন