রাজধানীর উত্তরায় আনজুম কাবাব নামে একটি রেস্তোরাঁয় আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টা ৫৮ মিনিটে রেস্তোরাঁটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ সকাল ১০টা ৫৮ মিনিটে উত্তর-১২ নম্বর সেক্টরে আনজুম কাবাব রেস্তোরাঁয় আগুন লাগার সংবাদ আসে। পরে আমাদের তিনটি ইউনিট কাজ করে ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।
মন্তব্য করুন