মনজু বিজয় চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

তীব্র শীতে কাবু শ্রীমঙ্গলের জনজীবন

শ্রীমঙ্গলের শীতের সকাল। ছবি : কালবেলা
শ্রীমঙ্গলের শীতের সকাল। ছবি : কালবেলা

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আকাশে ঘন কুয়াশা ছিল না। সূর্যের আলো দেখা মিললেও কনকনে শীত কমেনি। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে জেলার জনজীবন। আকাশ ঘন কুয়াশায় ঢেকে থাকায় সকাল থেকে দেখা মেলনি সূর্যের। শীতের এমন তীব্রতায় খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষজন। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।

কেউ বা আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছেন আবার কেউ ভিড় জমাচ্ছেন চায়ের দোকানে। কয়েক দিন ধরে এ জেলার ওপর দিয়ে হিমেল বাতাস বয়ে যাওয়ার কারণে ওঠানামা করছে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাস বইতে শুরু করে। চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশের সঙ্গে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাঁদরে ঢেকে থাকে চারপাশ। সকালের পর সূর্যের আলোর দেখা মিললেও তেমন উত্তাপ ছড়াচ্ছে না। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে পথঘাট।

আবহাওয়া কার্যালয়ে সূত্র জানায়, ৯ জানুয়ারি সকাল ৬টায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকড করা হয়।

জেলার সদর উপজেলার চা শ্রমিক পরিমল বলেন, কয়েক দিনের তুলনায় কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা। আমরা শীতের কারণে ঠিকমতো কাজও করতে পারছি না। কিন্তু সরকারিভাবে এখনো গরিব-দুখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়নি।

অটোচালক করিম ইসলাম বলেন, কদিন আগে টানা দুদিন গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। এরপর শীত শুরু হয়। এর সঙ্গে রয়েছে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস। মানুষ বের হতে পারছেন না। আজ সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে একটা ভাড়াও পাইনি। শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে মানুষের চলাচল কমে গেছে। এখন আমাদেরও আয় কমে যাবে। একদিকে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়তি। আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়বে।

শ্রীমঙ্গল উপজেলার পাথর শ্রমিক আব্দুস সামাদ বলেন, আমরা শীতের কারণে নদীতে নেমে কাজ করতে পারছি না। এই সময়ে শীতবস্ত্র দিয়ে কেউ সহযোগী করলে আমরা উপকৃত হতাম।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস জানান, মঙ্গলবার সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। এমন আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি কি সত্যিই ত্বক উজ্জ্বল করে

তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ

ভূমিকম্প / বুয়েট বিশেষজ্ঞের সমন্বয়ে ঢাবিতে হল পরিদর্শন শুরু

কংক্রিট নির্ভর উন্নয়ন ঢাকাকে অনিরাপদ করেছে : পরিবেশ উপদেষ্টা

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপালি বরখাস্ত, এলাকায় মিষ্টি বিতরণ

মহাসড়কের পাশে মিলল কাপড়ে মোড়ানো নবজাতক 

ইউআইইউতে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসন বিষয়ক সেমিনার

বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের সেনা-বিজিপির ৫ সদস্য

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

র‌্যাবের হাতে গ্রেপ্তার অপহরণ মামলার আসামি সম্রাট

১০

স্মার্টফোন যেভাবে ভূমিকম্প শনাক্ত করে

১১

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

১২

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

১৩

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

১৪

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

১৫

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

১৬

জাতীয় ইমাম-খতিব সম্মেলনে চরমোনাই পীর / আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া যাবে না

১৭

ইপিআই টিকাকেন্দ্রে আগুন

১৮

কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

১৯

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

২০
X