মনজু বিজয় চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

তীব্র শীতে কাবু শ্রীমঙ্গলের জনজীবন

শ্রীমঙ্গলের শীতের সকাল। ছবি : কালবেলা
শ্রীমঙ্গলের শীতের সকাল। ছবি : কালবেলা

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আকাশে ঘন কুয়াশা ছিল না। সূর্যের আলো দেখা মিললেও কনকনে শীত কমেনি। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে জেলার জনজীবন। আকাশ ঘন কুয়াশায় ঢেকে থাকায় সকাল থেকে দেখা মেলনি সূর্যের। শীতের এমন তীব্রতায় খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষজন। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।

কেউ বা আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছেন আবার কেউ ভিড় জমাচ্ছেন চায়ের দোকানে। কয়েক দিন ধরে এ জেলার ওপর দিয়ে হিমেল বাতাস বয়ে যাওয়ার কারণে ওঠানামা করছে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাস বইতে শুরু করে। চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশের সঙ্গে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাঁদরে ঢেকে থাকে চারপাশ। সকালের পর সূর্যের আলোর দেখা মিললেও তেমন উত্তাপ ছড়াচ্ছে না। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে পথঘাট।

আবহাওয়া কার্যালয়ে সূত্র জানায়, ৯ জানুয়ারি সকাল ৬টায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকড করা হয়।

জেলার সদর উপজেলার চা শ্রমিক পরিমল বলেন, কয়েক দিনের তুলনায় কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা। আমরা শীতের কারণে ঠিকমতো কাজও করতে পারছি না। কিন্তু সরকারিভাবে এখনো গরিব-দুখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়নি।

অটোচালক করিম ইসলাম বলেন, কদিন আগে টানা দুদিন গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। এরপর শীত শুরু হয়। এর সঙ্গে রয়েছে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস। মানুষ বের হতে পারছেন না। আজ সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে একটা ভাড়াও পাইনি। শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে মানুষের চলাচল কমে গেছে। এখন আমাদেরও আয় কমে যাবে। একদিকে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়তি। আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়বে।

শ্রীমঙ্গল উপজেলার পাথর শ্রমিক আব্দুস সামাদ বলেন, আমরা শীতের কারণে নদীতে নেমে কাজ করতে পারছি না। এই সময়ে শীতবস্ত্র দিয়ে কেউ সহযোগী করলে আমরা উপকৃত হতাম।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস জানান, মঙ্গলবার সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। এমন আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিমে যাওয়া ছাড়াই সহজ উপায়ে হয়ে উঠুন শক্তিশালী

‘ক্রিকেটের যুদ্ধে ভয়াবহভাবে হেরে গেছি’

অনুপ্রেরণার গল্প / পায়ের আঙুলে চক ধরে গণিত শেখান গুলশান লোহার

কোটার ভিত্তিতে নয়, দেশ চলবে মেধার ভিত্তিতে

চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে তারেক রহমানের দ্বিতীয় দফা প্রচার

কীসের ভিত্তিতে বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দিল আইসিসি, জানা গেল

এবার রুপার দামে বড় লাফ

কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন

তানিন ফার্নিচারের বিজনেস কনফারেন্স- ২০২৬ অনুষ্ঠিত

১০

ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল

১১

ফরাসি তারকাকে হারিয়ে শেষ ষোলোতে আলকারাজ

১২

মিটিংয়ে ঘুম পাচ্ছে? জেগে থাকবেন যেভাবে

১৩

বাংলাদেশ বাদ পড়ায় কপাল খুলল যে দলের

১৪

লঞ্চে হঠাৎ অসুস্থ শিশু, ছুটে এলো কোস্টগার্ড

১৫

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

১৬

নির্বাচিত হলে নদী ভাঙন রোধই হবে প্রথম কাজ : মিন্টু

১৭

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, হাজার হাজার ফ্লাইট বাতিল

১৮

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

১৯

বিপিএলের সেরা একাদশ প্রকাশ করল ক্রিকইনফো, আছেন যারা

২০
X