ঝিনাইদহ পৌর এলাকার হামদহ ঘোষ পাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে বরুণ ঘোষ (৪৬) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে। নিহত বরুণ ঘোষ ওই এলাকার নরেন ঘোষের পুত্র।
মঙ্গলবার (৯ জানুয়ারি) নিহত বরুণের বাড়ির কাছে ইউসুফের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বরুণ আওয়ামী লীগের রাজনীতি করতেন। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন উদ্দিন জানান, সন্ধ্যা ৭টার দিকে নিহত বরুণ ঘোষ তার বাড়ির কাছে ইউসুফের চায়ের দোকানের পাশে অবস্থান করছিল। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা উপর্যুপরি তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাকে আসলে কারা কী কারণে হত্যা করেছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। পরে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন