দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেছে দাবি করে ভোটারদের ধন্যবাদ জানিয়ে রাজশাহী দুর্গাপুরে লিফলেট বিতরণ করেছে উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর বাজার ও শালঘড়িয়া বাজারে লিফলেট বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কমিশনার বজলুর রহমান।
এ সময় তার সঙ্গে উপজেলা বিএনপির সদস্য ও জয়নগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম মোরশেদ হোসেন শিবলী, আহবায়ক কমিটির সদস্য মমিনুল হক মমিন, পৌর কমিশনার মিরুন, বিএনপি নেতা মুক্তাদের হোসেন মন্টু, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্য়্ক মাহমুদ হাসান তালুকদার, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল আলেক, সাবেক সহসভাপতি মানিক হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন আহমেদ, যুবনেতা দুলাল, ছাত্রনেতা আবু সায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন