রংপুরের পীরগাছায় ট্রাক্টরের ধাক্কায় রেজিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কান্দি-চৌধুরাণী সড়কের নজরমামুদে এ দুর্ঘটনা ঘটে। রেজিয়া বেগম নজরমামুদ এলাকার বারী মিয়ার স্ত্রী।
জানা যায়, রেজিয়া বেগম সকালে নিজ বাড়িসংলগ্ন ওই সড়কের পাশে গোবরের লাকড়ি তৈরির কাজ করছিলেন। এ সময় সড়কে চলাচলকারী ট্রাক্টর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এ সময় লোকজন এগিয়ে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক ট্রাক্টরচালক আমিন মিয়াকে (২০) আটক করা হয়। চালক আমিন মিয়া পার্শ্ববর্তী রামচন্দ্রপাড়া গ্রামের ছাদেক মিয়ার ছেলে।
পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, এ ঘটনায় ট্রাক্টর চালককে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
এর আগে গত ১০ জানুয়ারি এই উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় আব্দুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হন।
মন্তব্য করুন