ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:২১ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সেই শিক্ষকের কাছে ক্ষমা চেয়েছেন ছাত্রলীগ নেতারা

কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক। ছবি : কালবেলা
কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক। ছবি : কালবেলা

জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস রনির কাছে ক্ষমা চেয়েছেন তাকে লাঞ্ছিতকারী ছাত্রলীগের অভিযুক্ত নেতারা।

সোমবার (১৫ জানুয়ারি) কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যস্থতায় এক সমঝোতা বৈঠকে ক্ষমা চান তারা।

কলেজ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী আশিক রাজু ও যুগ্ম আহ্বায়ক জুল আরশ শুভ রোববার (১৪ জানুয়ারি) দুপুর কলেজে আসেন। তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনাত রেহেনার কক্ষে বসেন। এসময় ভুক্তভোগী শিক্ষক ও অন্য শিক্ষকরা অধ্যক্ষের কক্ষে আসেন। দুপক্ষের মধ্যে আলোচনার পর অভিযুক্ত ছাত্রলীগ নেতারা নিজের ভুল স্বীকার করে শিক্ষকের হাত ধরে ক্ষমা চান। এ ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না বলে আওয়ামী লীগের নেতারা কলেজের শিক্ষকদের আশ্বস্ত করেন।

ভুক্তভোগী ওই কলেজ শিক্ষক কালবেলাকে বলেন, ছাত্রলীগের নেতারা হাত ধরে ক্ষমা চেয়েছেন। আমি তাদের ক্ষমা করে দিয়েছি, মামলাও প্রত্যাহার করে নেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী আশিক রাজু ও যুগ্ম আহ্বায়ক জুল আরশ শুভর বিরুদ্ধে দলবল নিয়ে কলেজ প্রভাষককে বেধড়ক মারপিট করার অভিযোগে থানায় মামলা হয়। ওইদিন দুপুর আড়াইটায় কলেজ সড়কের মৎস্য খামারের সামনে তাকে মারধর করা হয় বলে জানা যায়। এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৩টায় ওই কলেজের শিক্ষকরা ক্ষেতলাল থানার সামনে মানববন্ধন করেন। এরপর মারধরের শিকার ওই শিক্ষক অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ সময় কলেজের অপর শিক্ষকরাও তার সঙ্গে ছিলেন।

আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবিতে রোববার (১৪ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি দেন শিক্ষকরা। তবে সোমবার (১৫ জানুয়ারি) সমঝোতা হওয়ায় ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। আগামীকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে নিয়মিত ক্লাস ফেরার সিদ্ধান্ত জানিয়েছেন কলেজের শিক্ষকরা।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মোল্লা কালবেলাকে বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে কিছু সমস্যা হয়েছিল। এ নিয়ে শিক্ষকরা ক্ষুব্ধ ছিল। আমি দুপক্ষকে নিয়ে বসে সমঝোতা করেছি। ছাত্রলীগ নেতা মেহেদী আশিক রাজু ও জুল আরশ শুভ ওই শিক্ষকের নিকট ক্ষমা চেয়েছেন। তিনিও ক্ষমা করে দিয়েছেন। আর অতি শিগগিরই মামলা প্রত্যাহার করবেন বলে কথা দিয়েছেন তিনি।

ওই কলেজের অধ্যক্ষ জিনাত রেহানা কালবেলাকে বলেন, তারা ভুল করেছিল। আমাদের কাছে ক্ষমা চেয়েছে। তাদের ছাত্র মনে করে ক্ষমা করে দিয়েছি। আমরা ক্লাস বর্জন করেছিলাম। সমঝোতা হওয়ায় ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছি। মঙ্গলবার থেকে নিয়মিত ক্লাস হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্কা দূর না হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ : দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবার শপথ নিলেন নীতিশ কুমার

আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ

সাকিব আল হাসানকে দুদকে তলব

হাজিরা দিতে এসে ছাত্রদল নেতা রক্তাক্ত 

মেজর সিনহা হত্যা / ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

আরও ১ নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি

সন্তানের কোন কোন আমলে মৃত মা-বাবার গোনাহ মাফ হয়? জেনে নিন

শিক্ষিকা স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী কারাগারে

১০

রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতালও প্রত্যাহার

১১

দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, একের পর এক বিস্ফোরণ

১২

ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় কমেছে স্বর্ণের দাম

১৩

যে গোনাহ একবার করার সাজা ১০ গুণেরও বেশি!

১৪

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

১৫

বিপিএল : বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

১৬

তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল

১৭

ফিলিস্তিনিদের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৮

স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

১৯

দুবাই এয়ারশোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী

২০
X