মোটরসাইকেলে করে বান্দরবানের রুমা উপজেলার পর্যটন স্পট বগালেক ও কেওক্রাডং ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বান্দরবানের রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সড়ক দুর্ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর এক মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, কেওক্রাডং সড়কের রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণের কাজ চলছে। এ কারণে ওই সড়কে মোটরসাইকেল চলাচল নিরাপদ না ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবে পর্যটকরা বান্দরবান জেলা সদর বা যে কোনো স্থান থেকে মোটরসাইকেলে করে রুমা উপজেলা সদর পর্যন্ত আসতে পারবেন।
সভায় উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্য মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, উপজেলা সহকারী কমিনার মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান, উপজেলা পিআও শাহারিয়ার মাহমুদ রন্জু, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকঅতা মোহাম্মদ হাবীব উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী স্বপন চাকমা, পুলিশ, বিজিবি ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন