নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী (সৌরেন)।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন সদ্য নির্বাচিত এ সংসদ সদস্য। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সচিব।
এর আগে কয়েকটি বাস ও মাইক্রোবাসযোগে নির্বাচনী এলাকার আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন এমপি সৌরেন। রাত সাড়ে ৮টার দিকে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
নির্বাচিত এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন বলেন, আমার ইচ্ছে ছিল আমি নির্বাচিত হওয়ার পর এলাকার নেতাকর্মীদের নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করব। তাই এদিন সকালে তাদের নিয়ে টুঙ্গিপাড়ায় নামলে এক মিলন মেলায় পরিণত হয়। এ সফরে তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই আছেন যারা প্রথমবার টুঙ্গিপাড়ায় এসেছেন। বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে পেরে তারা মহা খুশি। যারা আমার জন্য কাজ করেছেন, যাদের জন্য আমি এমপি নির্বাচিত হয়েছি, তাদের নিয়ে একসঙ্গে আসতে পেরে খুব ভালো লাগছে।
তিনি বলেন, এ সফর শুধু বঙ্গবন্ধুর কবর জিয়ারত নয়, দলের নবীন প্রবীণ হাজারো নেতাকর্মী বঙ্গবন্ধু সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছে।
এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতের সুযোগ পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন নওগাঁ-৩ আসনের তৃণমূলের অনেক প্রবীণ নেতারা। আর সেই আশা পূরণ করায় এমপির এমন মহৎ উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন