মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মায় পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরিডুবির ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে হামজা ও রুস্তম। এ দুটি উদ্ধারকারী জাহাজ মূলত ট্রাক ও গাড়ি উদ্ধারে ব্যস্ত। তবে ৫০ টন করে ১০০ টনের হামজা ও রুস্তম দিয়ে ২৪০ টনের ফেরি তোলা সম্ভব নয়। পলি পড়ে ফেরির ওজন কয়েক গুণ বেড়ে গেছে বলেও ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে সাংবাদিকদের এসব কথা বলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান।
এ সময় তিনি আরও বলেন, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় শিমুলিয়া ঘাট থেকে রওয়ানা দিয়েছে। আজ রাত ১০ টা থেকে ১১টার মধ্যে এসে পৌঁছাবে। এ জাহাজ পৌঁছানোর পর ফেরি উদ্ধারের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আপাতত হামজা ও রুস্তম ফেরিতে থাকা যানবাহন খোঁজার কাজ চালাবে।
এদিকে দুর্ঘটনাকবলিত ফেরির তুলাবাহী ট্রাকের মালিক আলম জানান, তুলাসহ ট্রাকে প্রায় কোটি টাকার মাল রয়েছে। এখনো উদ্ধার হয়নি। আমার এত টাকার ক্ষতিপূরণ কে দেবে। কার কাছে বলব।
আরিচা স্থলকাম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, এ পর্যন্ত তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে উদ্ধার অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের ১১ জন ডুবরি, বিআইডব্লিউটিএ, নৌ বাহিনীর ডুবুরিরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।
আরিচা আঞ্চলিক কার্যালয়ের বিআইডব্লিউটিসির বাণিজ্যিক বিভাগের ডিজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, রাত দেড়টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় দ্বিতীয় দিনের উদ্ধার কাজ কিছুটা দেরিতে শুরু হয়। ইতিমধ্যে হামজা ও রুস্তম উদ্ধারকারী জাহাজ উদ্ধার কাজে অংশ নিয়েছে। আরেকটি উদ্ধার জাহাজ প্রত্যয় পথে আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি ডুবে যাওয়া ফেরি, যানবাহন ও নিখোঁজ সহকারী চালক হুমায়ুন কবিরকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে।
বুধবার (১৭ জানুয়ারি) রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি রজনীগন্ধ্যা সকাল সাড়ে ৮ টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে ৯ টি যানবাহন নিয়ে ডুবে যায়। এ ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শেষ দুটি ট্রাক ও একটি কভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ফেরির সহকারী চালক হুমায়ুন আহামেদ।
মন্তব্য করুন