শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে হার মানল হামজা ও রুস্তম

ডুবে যাওয়া ফেরি থেকে ট্রাক উদ্ধার অভিযান চলছে। ছবি : কালবেলা
ডুবে যাওয়া ফেরি থেকে ট্রাক উদ্ধার অভিযান চলছে। ছবি : কালবেলা

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মায় পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরিডুবির ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে হামজা ও রুস্তম। এ দুটি উদ্ধারকারী জাহাজ মূলত ট্রাক ও গাড়ি উদ্ধারে ব্যস্ত। তবে ৫০ টন করে ১০০ টনের হামজা ও রুস্তম দিয়ে ২৪০ টনের ফেরি তোলা সম্ভব নয়। পলি পড়ে ফেরির ওজন কয়েক গুণ বেড়ে গেছে বলেও ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে সাংবাদিকদের এসব কথা বলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান।

এ সময় তিনি আরও বলেন, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় শিমুলিয়া ঘাট থেকে রওয়ানা দিয়েছে। আজ রাত ১০ টা থেকে ১১টার মধ্যে এসে পৌঁছাবে। এ জাহাজ পৌঁছানোর পর ফেরি উদ্ধারের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আপাতত হামজা ও রুস্তম ফেরিতে থাকা যানবাহন খোঁজার কাজ চালাবে।

এদিকে দুর্ঘটনাকবলিত ফেরির তুলাবাহী ট্রাকের মালিক আলম জানান, তুলাসহ ট্রাকে প্রায় কোটি টাকার মাল রয়েছে। এখনো উদ্ধার হয়নি। আমার এত টাকার ক্ষতিপূরণ কে দেবে। কার কাছে বলব।

আরিচা স্থলকাম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, এ পর্যন্ত তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে উদ্ধার অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের ১১ জন ডুবরি, বিআইডব্লিউটিএ, নৌ বাহিনীর ডুবুরিরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

আরিচা আঞ্চলিক কার্যালয়ের বিআইডব্লিউটিসির বাণিজ্যিক বিভাগের ডিজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, রাত দেড়টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় দ্বিতীয় দিনের উদ্ধার কাজ কিছুটা দেরিতে শুরু হয়। ইতিমধ্যে হামজা ও রুস্তম উদ্ধারকারী জাহাজ উদ্ধার কাজে অংশ নিয়েছে। আরেকটি উদ্ধার জাহাজ প্রত্যয় পথে আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি ডুবে যাওয়া ফেরি, যানবাহন ও নিখোঁজ সহকারী চালক হুমায়ুন কবিরকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে।

বুধবার (১৭ জানুয়ারি) রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি রজনীগন্ধ্যা সকাল সাড়ে ৮ টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে ৯ টি যানবাহন নিয়ে ডুবে যায়। এ ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শেষ দুটি ট্রাক ও একটি কভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ফেরির সহকারী চালক হুমায়ুন আহামেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১০

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

১১

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

১২

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১৩

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১৪

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

১৫

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

১৬

বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল : তারেক রহমান

১৭

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

১৮

বিএনপির আরেক নেতাকে গুলি

১৯

এবার দেশে স্বর্ণের দামে বড় পতন

২০
X