ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে জাহাজটির ফিটনেস ঠিক ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি।
বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন প্রস্তুত করে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের কাছে জমা দিয়েছে। তবে ওই তদন্ত প্রতিবেদনের বিস্তারিত এখনও গণমাধ্যমকে জানাননি জেলা প্রশাসক।
এদিকে জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত জাহাজ ও পানি মিশ্রিত তেল অপসারণে কাজ করছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘তদন্তে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে কয়েকজন বিশেষজ্ঞের মতামতে উঠে এসেছে। এ বিষয়ে জেলা প্রশাসক বিস্তারিত জানাবেন।’
চট্টগ্রাম থেকে জ্বালানি নিয়ে আসা জাহাজটি কয়েক দিন নোঙর করে রাখার ফলে ভেতরে গ্যাসের সৃষ্টি হতে পারে। তবে এর ফিটনেসসহ কাগজপত্র ঠিক পাওয়া গেছে বলে জানান তিনি।
এদিকে পদ্মা অয়েল কোম্পানি ও সাগর নন্দিনী জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে এখনও ৩ লাখ ৮৬ হাজার ২৪৯ লিটার পেট্রল ও ২৮ হাজার ৪৫৬ লিটার ডিজেল রয়েছে। তবে দ্বিতীয় দফায় বিস্ফোরণের পর সারা রাত তেল থেকে আগুন জ্বলার কারণে তেল পুড়ে গেছে। এখন আর কী পরিমাণ তেল এখনো রয়েছে তা জানা যায়নি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলী বলেন, তেল মিশ্রিত পানি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জাহাজটি যাতে ডুবে না যায়, এ জন্য ড্রেজার দিয়ে পেছনের অংশ থেকে সেচ দেওয়া হচ্ছে। তবে তেলের চেম্বারগুলোর ওপরের অংশ ফাটা থাকলেও নিচের অংশ অক্ষত রয়েছে।
নন্দিনী-৪ জাহাজের তেল অপসারণের জন্য নন্দিনী-১ আনা হয়েছে এবং যেকোনো দুর্ঘটনা এড়াতে বিস্ফোরক টিম কাজ করছে। তা ছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাপমাত্রা স্বাভাবিক রাখতে পানি ছিটানো হয়েছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ফিরোজ কুতুবী বলেন, ট্যাংকারটিতে থাকা অবশিষ্ট তেল অপসারণে ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা ও নির্দেশনা ছাড়া তা এখনই সম্ভব হচ্ছে না। তবে ট্যাংকারটিতে পানি উঠে যাতে ডুবে না যায়, সে ব্যাপারে তৎপরতা রয়েছে।
এ বিষয়ে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান বলেন, কয়েকটি জাহাজে তেল অপসারণ করা হয়েছে। কী পরিমাণ তেল এখনো আছে, তা বলা যাচ্ছে না। পানি মিশ্রিত তেল পরীক্ষা করে জানা যাবে।
মন্তব্য করুন