হবিগঞ্জের আজমিরীগঞ্জে রুমা দাস নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। বৃহস্পতিবার (০৬ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর মিশন হাটিতে এ ঘটনা ঘটে।
নিহত রুমা দাস পাহাড়পুর বাজারের কম্পিউটার ব্যবসায়ী দিপংকর দাসের স্ত্রী এবং একই ইউনিয়নের নদীপুর গ্রামের গুনবল্লভ দাসের কন্যা।
তবে আত্মহত্যার বিষয়টি ধামাচাপা দিয়ে পুলিশকে না জানিয়ে মেয়ের অভিভাবকদের সঙ্গে দফারফা করে শুক্রবার (০৭ জুলাই) বিকালে মরদেহ দাহ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে বদলপুর ইউনিয়নের নদীহাটি গ্রামের গুণবল্লভ দাসের বড় মেয়ে রুমা দাসের সঙ্গে পারিবারিকভাবে একই ইউনিয়নের পাহাড়পুর মিশন হাটির দিপংকর দাসের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের জামাইকে স্বর্ণালংকারসহ নগদ অর্থও দেওয়া হয়।
বৃহস্পতিবার রাতে পিতা-মাতাসহ তার স্বজনদের সঙ্গে ভিডিও কলে দীর্ঘক্ষণ আলাপ করেন রুমা দাস। এরপর মধ্যরাতে সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন স্থানীয়দের নিয়ে বিষয়টি পুলিশকে অবগত না করেই শুক্রবার দুপুরের পর মরদেহ দাহ সম্পন্ন করেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, মেয়েটি অন্তঃসত্ত্বা ছিলো। রাতে বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাতেই ছেলের বাড়ির লোকজন ও মেয়ের বাড়ির লোকজন স্থানীয় কয়েকজনকে নিয়ে সমঝোতায় পৌঁছায়। মেয়ের বাবাকে এক লাখ টাকা ক্ষতিপূরণ ও বিয়ের সময় দেওয়া স্বর্ণালংকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে বিষয়টি দফারফা করেন।
বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নয়।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, বিষয়টি সম্পর্কে কেউ অভিযোগ করেননি। তবে খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।
মন্তব্য করুন